Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ মে, ২০২৪,

সারা দেশে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

এপ্রিল ১৭, ২০২৪, ০৮:১২ পিএম


সারা দেশে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চির ভাস্বর অবিস্মরণীয় দিন উপলক্ষে সারা দেশে ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিনিধিদের পাঠানো খবর—

মাদারীপুর: মাদারীপুর ও কালকিনিতে পৃথকভাবে দিবসটি পালিত হয়েছে। কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে কালকিনি উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তাহমিনা বেগম এমপি। অন্যদিকে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিথি ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। এসময় জেলা উপজেলা কর্মকর্তাসহ আ.লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আব্দুস সালাম চৌধুরী। এছাড়াও সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সারোয়ার আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.জামাল উদ্দিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.আবদুল হক, পৌরমেয়র ফজলুর রহমান, জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরিসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান, জেলা আ.লীগের সনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন। সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা মুক্তিযোদ্ধা শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতারা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম আজাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম-সেবা, পিপিএম (বার), জেলার সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড. জিল্লুর রহমান, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাড. এম এ আফজল। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি: জেলার মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা ইউএনও ডেজী চত্রুবর্তী। এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মদ,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, সহকারী প্রোগ্রামার রাজীব চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম সিরাজি, ইউআরসি ইনস্ট্রাক্টর মো. আসগর হোসেন ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

আদমদীঘি (বগুড়া): উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারির সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, উপজেলা আ.লীগের সহ সভাপতি আবু রেজা খান, সাংবাদিক খায়রুল ইসলাম, রবিউল ইসলাম, এম.আর, সাগর আহম্মেদ প্রমুখ।

রামগতি (লক্ষ্মীপুর): উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভা ও দোয়ার মাহফিলে অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মানষ চন্দ্র দাস, থানা ওসি মোহাম্মদ মোছলেহ উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, পৌরমেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, সমবায় কর্মকর্তা ওমর ফারুক, চর আবদুল্যাহ ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মঞ্জুর, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা মো. রেদোয়ান বিন মোশারেফ ও আলেকজান্ডার কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী।

দৌলতপুর (মানিকগঞ্জ): উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা  পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেনের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা  জাহাঙ্গীর ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) এস.এম ফয়েজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শাহ আলম সিদ্দিকী, দৌলতপুর থানার ওসি সুমন কুমার আদিত্য, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  ইমদাদুর রহমান তালুকদার, বীর  মুক্তিযোদ্ধা  নুরুল ইসলামসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।

অভয়নগর (যশোর) : অভয়নগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন যশোর-৪ আসনের এমপি ও অভয়নগর উপজেলা আ.লীগের সভাপতি এনামুল হক বাবুল। অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন, নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক, নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান প্রমুখ।

ভালুকা (ময়মনসিংহ): উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. শওকত আলী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলহাস উদ্দিন তালুকদার, সহকারী কমিশনার ভূমি ফারহান লাবীব জিসান, উপজেলা মৎস কর্মকর্তা সাইদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খানসহ নেতারা।

কয়রা (খুলনা): উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামান। যুব উন্নয়ন অফিসার মো. রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান অ্যাড. কমলেশ কুমার সানা, প্রাণিসম্পদ অফিসার ডা. কাজী মোস্তাইন বিল্লাহ, কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা অফিসার আবুল কালাম আযাদ প্রমুখ।

নেছারাবাদ (পিরোজপুর): উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ভাইস চেয়ারম্যান রনি দত্ত, নারী ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, নৌ পুলিশের ওসি বিকাশ দে, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ।

বাগমারা (রাজশাহী): উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব। উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুমীতের সঞ্চারনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, হাটগাঙ্গোপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন প্রমূখ।

হোসেনপুর (কিশোরগঞ্জ): উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই স্থানে গিয়ে শেষ হয়। পরে স্থানীয় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্র মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাসিতাতুল ইসলাম, পৌরমেয়র মো.আব্দুল কাইয়ুম খোকন, বীরমুক্তিযোদ্ধা মো.নূরুল ইসলাম, কৃষি অফিসার এ কে এম শাহজাহান কবির, সমাজসেবা অফিসার এহসানুল হক, শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, হোসেনপুর প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল প্রমুখ। এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নকলা (শেরপুর): উপজেলা পরিষদ হলরুমে ওই আলোচনা সভা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ইউএনও সাদিয়া উম্মুল বানিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সিনিয়র সহসভাপতি ফেরদৌস রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, থানার ওসি আব্দুল কাদের মিয়া প্রমুখ। ওই সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদি, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): উপজেলা প্রশাসনে উদ্যোগে  পাকুন্দিয়া উপজেলা পরিষদের  মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশ নেন কিশোরগঞ্জ- ২ পাকুন্দিয়া কটিয়াদী আসনের এমপি অ্যাড. সোহরাব উদ্দিন। এ সময় ইউএনও  মো. বিলাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন পাকুন্দিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জসীমউদ্দীনসহ উপজেলা  বিভিন্ন দপ্তরের  কর্মকর্তারা ও প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ত্রিশাল (ময়মনসিংহ): উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল মতিন সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম মো. শামসুদ্দিন, উপজেলা আ.লীগের  সহ-সভাপতি এএনএম শোভা  মিয়া আকন্দ, সহ-সভাপতি  আশরাফুল ইসলাম মন্ডল, ত্রিশাল থানার তদন্ত ওসি চাঁদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন, মোজাহিদ খান ভোলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মো. শহিদুল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলামসহ আরো অনেকে।

নাগরপুর (টাঙ্গাইল): উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন, উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, নাগরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হাসান সরকার, নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার মো.সুজায়েত হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসার ও কর্মকর্তারা।

আটঘরিয়া (পাবনা): উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলামের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলার কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, থানার ওসি মো. হাদিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহরুল হক, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, সাবেক প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া প্রমুখ।

সালথা (ফরিদপুর): উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আনিচুর রহমান বালীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা প্রকৌশলী আবু জাফর, উপজেলা নির্বাচন কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিদ্যলয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান।

মধ্যনগর (সুনামগঞ্জ): উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান। এসময় বক্তব্যের পাশাপাশি উপস্থিত ছিলেন বীরমুক্তযোদ্ধা ইউনূস মিয়া, আ.লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, চেয়ারম্যান নুরনবী তালুকদার, প্যানেল চেয়ারম্যান সনেট তালুকদার, পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত প্রমুখ।

কটিয়াদী (কিশোরগঞ্জ): উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম ভূঞা, উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো.ইসরাইলসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় আ.লীগ নেতারা, জনপ্রতিনিধি ও গন্যমান্যব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মঈনুর রহমান মনির।

ডোমার (নীলফামারী): উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম। এসময় উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা আ.লীগের সাবেক সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সহিদার রহমান মানিক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, শিক্ষাবিদ আবু সুফিয়ান লেবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মো. আল-আমিন রহমান প্রমুখ। পরে, বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আরএস
 

Link copied!