Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪,

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সমবেদনা

নির্বাচনী সহিংসতায় নিহতের লাশ দাফন সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর প্রতিনিধি :

এপ্রিল ২৯, ২০২৪, ০৮:২৩ পিএম


নির্বাচনী সহিংসতায় নিহতের লাশ দাফন সম্পন্ন

দিনাজপুরের বিরলে নির্বাচনী সহিংসতায় নিহতের বাড়িতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ আজ সোমবার সমবেদনা জানাতে উপস্থিত হোন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি,  উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সকলেই সাথে ছিলেন। 

সোমবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টায় নিহত হাজী মোহাম্মদ আলী এর লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে অ্যাম্বুলেন্সযোগে পুলিশি নিরাপত্তায় নিজ বাড়িতে পৌঁছানো হয়। এর পরে লাশের গোসল সেরে আত্মীয় স্বজনদের এক পলক দেখার ব্যবস্থা করা হলে এক হৃদয় বিদারক পরিস্থিতিতে নিমজ্জিত হয় পুরো গ্রামে। মুহূর্তে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। পরে বিকাল ৩ টায় সিঙ্গুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।  

উল্লেখ্য, ২৮ এপ্রিল দিনাজপুরের বিরল উপজেলায় আজিমপুর ইউনিয়ন, ফরক্কাবাদ ইউনিয়ন ও বিরল ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

 ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতায় গুলিবিদ্ধ হাজী মোহাম্মদ আলীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় ১ জন নিহতসহ আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ওই রাতেই জেলা প্রশাসক শাকিল আহমদ, পুলিশ সুপার শাহ  ইফতেখার আহমেদ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। আজ সোমবার দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে অ্যাম্বুলেন্সযোগে পুলিশী নিরাপত্তায় নিজ বাড়িতে পৌঁছানো হয়।

বিআরইউ
 

Link copied!