ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই : খাদ্য উপদেষ্টা

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ প্রতিনিধি:

এপ্রিল ৫, ২০২৫, ০৬:০৩ পিএম

দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই : খাদ্য উপদেষ্টা

সরকা‌রের কা‌ছে য‌থেষ্ট খাদ‌্যশস‌্য মজুত র‌য়ে‌ছে। তাই  বর্তমানে খাদ‌্যের কোন ধর‌ণের ঘাটতি নেই বলে জানিয়েছেন খাদ‌্য ও ভূ‌মি উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি ব‌লে‌ন, গত বন‌্যায় আমন ধা‌নের যে ক্ষ‌তি হ‌য়ে‌ছে, সে ক্ষ‌তি পু‌ষি‌য়ে নি‌তে সরকার খাদ‌্যশস‌্য আমদা‌নি কর‌ছে। আর এবার হাওরসহ সারাদে‌শে বো‌রো ধা‌নের বাম্পার ফলন হ‌বে। সব‌কিছু ঠিক থাক‌লে খা‌দ‌্য উদ্বৃত্ত হ‌বে দেশ। আর কৃষক যেন ফস‌লের ন‌্যায‌্যমূল‌্য পায়, তা নি‌শ্চিত কর‌তে নিরলস চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে।

শ‌নিবার (৫ এপ্রিল) দুপুরে কি‌শোরগ‌ঞ্জের অষ্টগ্রা‌ম উপজেলার অলওয়েবার সড়কের পাশে ভাতশালা হাওরে বোরো ধানের ফলন সরেজমিন পরিদর্শন ও জিরাতি কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় খাদ‌্য উপ‌দেষ্টা এসব কথা ব‌লেন।

তিনি ব‌লেন, কৃষক ও জিরা‌তিরা হ‌লো দে‌শ উন্নয়‌নের প্রথম সা‌রির সৈ‌নিক। তারা ভা‌লো থাক‌লে দেশ ভা‌লো থাক‌বে। মাথার ঘাম পা‌য়ে ফে‌লে তারা যে ফসল ফলায়, তা দি‌য়ে আমা‌দের বিপুল জনগোষ্ঠীর খাদ‌্য জোগান হয়। তি‌নি এ সময় হাও‌রের সেচ সমস‌্যা, মাছ ধরার অজুহা‌তে অ‌বৈধভা‌বে খাল‌বিল শু‌কি‌য়ে ফেলার প্রবনতা, সারবীজের প্রাপ‌্যতা নি‌শ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগু‌লোর ন‌্যায‌্যমূল‌্য নি‌শ্চিত কর‌তে সরকার কাজ কর‌ছে ব‌লেও উপ‌স্থিত সবাইকে আশ্বস্থ ক‌রেন।    

হাও‌রের খাল‌বিল, নদনদী শু‌কি‌য়ে যাওয়া প্রস‌ঙ্গে উপ‌দেষ্টা ব‌লেন, মেঘনাসহ বড়বড় নদী গু‌লোও আজ নাব‌্যতা সঙ্ক‌টে ভুগ‌ছে। হাও‌রের খাল‌বিলগু‌লো শু‌কি‌য়ে যা‌চ্ছে। খাল খন‌নে কর্মসূচির মাধ‌্যমে স্থানীয় খাল খনন করা সম্ভব। আর বড় নদনদীগু‌লো খনন কর‌তে সরকা‌র চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে।

তি‌নি আরও ব‌লেন, হাওর এলাকায় এখন কৃষকরা কেবল, ধান নয়, ধা‌নের পাশাপা‌শি ভুট্টা, সব‌জি, হাঁসমুর‌গি পালন, মাছচাষসহ নানা‌বিধ অর্থ‌নৈ‌তিক কর্মকা‌ন্ডে জ‌ড়িত। কা‌জেই হাওর বি‌পুল সম্ভাবনাময় এক জনপদ। সরকার হাও‌রের যো‌গা‌যোগ ব‌্যবস্থাসহ আর্থসামা‌জিক উন্নয়‌নে ব‌্যাপকভা‌বে কাজ কর‌ছে।

এ সময় উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদার জিরা‌তি‌দের কা‌ছে তা‌দের সম‌স‌্যাগু‌লো জান‌তে চান। বেশ ক‌য়েকজন জিরা‌তি, তা‌দের সেচ সমস‌্যা, রাস্তাঘা‌টের সঙ্কট, খাওয়ার পা‌নির অভাব নি‌য়ে কথা ব‌লেন। তখন জেলা প্রশাসক‌কে এগু‌লো দ্রুত সমাধা‌নের নি‌র্দেশ দেন উপ‌দেষ্টা।

পরে উপ‌দেষ্টা ভাতশালা হাও‌রের বো‌রো‌ জমি ঘু‌রে দে‌খেন। এ সময় হাও‌রে সরাস‌রি কৃ‌ষিকা‌জের স‌ঙ্গে জ‌ড়িত কৃষক ও জিরা‌তিদের সমস‌্যার কথা শো‌নেন।

বিআরইউ

Link copied!