Amar Sangbad
ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫,

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মে ২, ২০২৫, ০৩:৩৫ পিএম


সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে রিয়াজ (২২) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার পিপুলবাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত রিয়াজ ঝিনাইদহের মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শফিকুল ইসলাম।

রিয়াজের চাচাতো ভাই মো. সুমন জানান, বৃহস্পতিবার রাতে বৃষ্টির কারণে জমিতে পানি জমে যায়। পানি নিষ্কাশনের জন্য রিয়াজ তার জমিতে গেলে, যা আন্তর্জাতিক সীমানার খুব কাছাকাছি, সেই সময় ভারতীয় কুসুমপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তার ওপর গুলি চালায়। একপর্যায়ে একটি গুলি রিয়াজের শরীরে বিদ্ধ হয়।

স্থানীয় লোকজন প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. ইমন হোসেন জানান, রিয়াজের শরীর থেকে ছররা গুলির কিছু অংশ অপসারণ করা হয়েছে। তবে একটি গুলি কিডনির পাশ দিয়ে ঢুকে গেছে। যশোরে উন্নত চিকিৎসার সুবিধা না থাকায় তাকে ঢাকায় পাঠানো হয়।

রিয়াজের স্বজনরা জানান, শুক্রবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, “এমন কোনো ঘটনার খবর আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।”

ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

ইএইচ

Link copied!