Amar Sangbad
ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫,

বেবিচক চেয়ারম্যানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ১৯, ২০২৫, ১২:৪৬ এএম


বেবিচক চেয়ারম্যানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

কানাডার হাইকমিশনার অজিত সিং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার সকালে বেবিচক সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ তথ্যটি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে চলমান অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প, বিদ্যমান কার্গো ভিলেজের কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, এভিয়েশন খাতে কানাডার সম্ভাব্য বিনিয়োগ ও সফট লোন প্রদানের বিষয়গুলোও আলোচনায় স্থান পায়। সাক্ষাতে দুই দেশের মধ্যে এভিয়েশন খাতে বিদ্যমান সহযোগিতাকে আরও বিস্তৃত ও কার্যকর করার উপায় নিয়েও মতবিনিময় করা হয়। উভয় পক্ষই দ্বিপাক্ষিক অংশীদারত্ব জোরদারে আগ্রহ প্রকাশ করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন কানাডা দূতাবাসের প্রতিনিধি এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইএইচ

Link copied!