ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

মে’র শেষদিকে একই সপ্তাহে দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ১৯, ২০২৫, ১০:৫৩ এএম

মে’র শেষদিকে একই সপ্তাহে দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

গত পাঁচ বছরে মে মাসেই দেশের উপকূলীয় অঞ্চলে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। সেই ধারাবাহিকতায় এবারও মে মাসেই বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চলতি সপ্তাহেই বঙ্গোপসাগর ও আরব সাগরে দুটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।

সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। 

তিনি বলেন, “আগামী ২৭ থেকে ৩০ মে’র মধ্যে যে কোনো সময় ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে।”

তিনি আরও জানান, একই সময়ে আরব সাগরেও আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আরব সাগরের ঘূর্ণিঝড়টি আগে এবং বঙ্গোপসাগরেরটি পরে সৃষ্টি হতে পারে।

বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক নাম তালিকা অনুযায়ী, ২০২৫ সালের ঘূর্ণিঝড় মৌসুমে প্রথম দুটি ঘূর্ণিঝড়ের নাম নির্ধারিত হয়েছে ‘শক্তি’ ও ‘মন্থা’। যে সাগরে প্রথম ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে, তার নাম হবে 'শক্তি', দ্বিতীয়টির নাম হবে 'মন্থা'।

মোস্তফা কামাল পলাশ আরও উল্লেখ করেন, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টির গতিপথ ও শক্তিমত্তা নির্ভর করছে আরব সাগরের সম্ভাব্য ঘূর্ণিঝড়টির আচরণের ওপর। যদি আরব সাগরের ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরেরটির আগেই শেষ হয়ে যায়, তাহলে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি বেশি শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিষয়ক মডেলগুলোর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২৯ থেকে ৩০ মে’র মধ্যে বঙ্গোপসাগরের সম্ভাব্য ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে। তবে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না বলে সতর্ক করেছেন গবেষক।

উল্লেখ্য, গত বছরের ২৭ মে ঘূর্ণিঝড় ‘রিমাল’ দেশের উপকূলে আঘাত হানে। এর আগেও মে মাসেই আম্পান, মোখার মতো ভয়াবহ ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছিল।

ইএইচ

Link copied!