আমার সংবাদ ডেস্ক
মে ১৯, ২০২৫, ০৮:৩৪ পিএম
আমার সংবাদ ডেস্ক
মে ১৯, ২০২৫, ০৮:৩৪ পিএম
কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ফ্লাইটের চাকা খুলে পড়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিমান জানিয়েছে, ‘বিয়ারিংয়ের ত্রুটির কারণে’ এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
বিবৃতিতে জানানো হয়, গত ১৬ মে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্যাশ-৮ এয়ারক্রাফটের বাম দিকের ল্যান্ডিং গিয়ারের দু’টি চাকার মধ্যে একটি চাকা উড্ডয়নকালীন খুলে যায়। পরবর্তীতে পাইলটের দক্ষতায় ঢাকায় নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি। ওই ঘটনার প্রেক্ষিতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন এবং কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিবৃতিতে আরও জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ উড়োজাহাজগুলোর প্রস্তুতকারী প্রতিষ্ঠান কানাডার ডি-হেভিল্যান্ড এয়ারক্রাফট কোম্পানি। গত শুক্রবারের (১৬ মে) ওই ঘটনা পর্যালোচনা করে দেখা যায় ডি-হেভিল্যান্ড কর্তৃক প্রস্তুতকৃত ম্যানুয়ালে ঢাকার বিয়ারিং ত্রুটি দেখা দিলে সংশ্লিষ্ট চাকা অথবা টায়ার বিচ্যুত হতে পারে, যা সেদিনের ক্ষেত্রে ঘটেছে।
এছাড়াও ড্যাশ-৮ উড়োজাহাজটির প্রস্তুতকারী কানাডার ডি-হেভিল্যান্ড এয়ারক্রাফট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে কারিগরি টিম পাঠানোর অনুরোধ করা হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।
এর আগে গত শুক্রবার (১৬ মে) দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৪৩৬’ ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারের পাশের একটি চাকা খুলে পড়ে যায়। ওই ফ্লাইটটিতে ৭১ জন যাত্রী ছাড়াও দু’জন ক্রু ছিলেন। পরবর্তীতে পাইলটের দক্ষতায় বিমানটি ঢাকায় নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। অন্যদিকে খুলে পড়া বিমানের চাকাটি কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।
আরএস