আমার সংবাদ ডেস্ক
মে ২১, ২০২৫, ০৪:১৮ পিএম
আমার সংবাদ ডেস্ক
মে ২১, ২০২৫, ০৪:১৮ পিএম
রাখাইন অঞ্চলে মানবিক করিডোর ইস্যুতে প্রচারণা বাংলাদেশ থেকে নয়, বরং প্রতিবেশী দেশ থেকে হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বুধবার (২১ মে) ফরেন সার্ভিস একাডেমিতে রাখাইন সংকট ও রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, মানবিক করিডোর নিয়ে কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং হবেও না। এটি আমাদের সার্বভৌম সিদ্ধান্ত। করিডোর তৈরির সিদ্ধান্ত নিলে তার পূর্ণ দায়-দায়িত্ব জাতিসংঘের ওপর থাকবে, বাংলাদেশ কেবল সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করবে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও জানান, রাখাইনের ৯০ শতাংশ এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। সে কারণে মিয়ানমারের জান্তা সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে। তিনি বলেন, আরাকান আর্মিও নীতিগতভাবে প্রত্যাবাসনের পক্ষে একমত হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া এগোবে না।
রোহিঙ্গা ইস্যুতে আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশন অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি। সেখানে এই সংকট ও সম্ভাব্য করিডোর বিষয়ে আন্তর্জাতিক আলোচনা হতে পারে।
এথনিক ক্লিনজিংয়ের বিষয়ে সরকার স্পষ্ট অবস্থানে রয়েছে জানিয়ে ড. খলিলুর রহমান বলেন, আমরা আরাকান আর্মিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, কোনো ধরনের জাতিগত নিধন সহ্য করা হবে না।
দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে ড. খলিল বলেন, বাংলাদেশ ছাড়া আমার আর কোনো নাগরিকত্ব নেই। আমি আগে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও সেখানকার পাসপোর্ট আমার নেই।
তিনি বলেন, বিদেশে থাকলেই যদি নাগরিকত্ব হয়, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে। তাই এ ধরনের ভিত্তিহীন কথা বলা ঠিক নয়।