নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২৫, ০৩:২১ পিএম
নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চিঠি পাওয়ার পরই তফসিল চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, "চিঠি এখনো পাইনি সরকারের পক্ষ থেকে, তবে না পেলেও কমিশনের প্রস্তুতি রয়েছে। ফেব্রুয়ারির প্রথম দিকেই ভোট হবে। যত কঠিন সময়ই আসুক, সবকিছু ঠিক থাকবে।"
নির্বাচন অংশগ্রহণমূলক ও স্বচ্ছ করতে রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করে সিইসি বলেন, "কমিশনের দায়িত্ব হবে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা। নির্বাচনকে আয়নার মতো স্বচ্ছ দেখতে চায় ইসি। বিশ্ববাসীকে দেখাতে চাই যে কমিশনের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না।"
তিনি আরও জানান, ইসি ভোটারদের আস্থা ফেরাতে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করবে এবং জনগণকে কেন্দ্রে আনাই হবে বড় চ্যালেঞ্জ।
সিইসি বলেন, "নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে কমিশন। এক মাসের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শুধু রাজনৈতিক দল নয়, সব স্টেকহোল্ডারের সঙ্গে বসবে ইসি।"
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তা আরও ভালো হবে।
গুজব ও বিভ্রান্তি রোধে নির্বাচন কমিশন প্রযুক্তি ব্যবহার করবে জানিয়ে সিইসি বলেন, "এআই ব্যবহার করে কেউ যাতে গুজব ছড়াতে না পারে, সে বিষয়ে ইসি উদ্যোগ নিচ্ছে।"
ইএইচ