Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সংসদ অধিবেশনে যোগ দিয়েছে জাতীয় পার্টি

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৩১, ২০২২, ০৯:০৮ পিএম


সংসদ অধিবেশনে যোগ দিয়েছে জাতীয় পার্টি

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর আশ্বাসে চলমান সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ দলের অন্য সদস্যরা অধিবেশনে যোগ দেন।

এর আগে, রোববার বিকেলে জাতীয় পার্টির সংসদীয় দলের সভায়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (জি এম কাদের) বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত সংসদে না যাওয়ার ঘোষণা দেন।

জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে বলেন, সংসদীয় দল জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করেছে। কিন্তু স্পিকার দুই মাসেও তাকে স্বীকৃতি দেননি। স্পিকারের কার্যালয় বলছে, রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা।

তবে স্পিকারের আশ্বাস পাওয়ার পর জাতীয় পার্টি সংসদ অধিবেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। জাপা চেয়ারম্যান জি এম কদের পার্টির সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

রোববার একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হয়। চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।

এবি

Link copied!