Amar Sangbad
ঢাকা শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

সংসদ সদস্যদের সম্মানে রাতে বঙ্গভবনে নৈশভোজের আয়োজন

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৬:৫৭ পিএম


সংসদ সদস্যদের সম্মানে রাতে বঙ্গভবনে নৈশভোজের আয়োজন

সংসদ সদস্যদের সম্মানে বঙ্গভবনে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় এই নৈশভোজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে।

একাধিক সংসদ সদস্য আমার সংবাদকে এতথ্য নিশ্চিত করেছেন। 

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন আমার সংবাদকে জানিয়েছেন সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে এই ডিনার পার্টি শুরু হবে। তিনিও এতে অংশ নেবেন। এদিকে সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান আমার সংবাদকে জানিয়েছেন রাতে তিনি বঙ্গভবনে যাচ্ছেন।

এবি

Link copied!