community-bank-bangladesh
Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪,

চুয়াডাঙ্গা-২ আসন

আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাশেম রেজা

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৯, ২০২৩, ০১:৩৩ পিএম


আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাশেম রেজা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য, দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোস্টের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজা।

রোববার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় আওয়ামী লীগ নেতা হাশেম রেজা।

 এ সময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের পর চুয়াডাঙ্গা-২ আসন (দামুড়হুদা ও জীবননগর) নির্বাচনী এলাকার মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন হাশেম রেজা। পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল পর্যায়ের নেতাকর্মীকে মাঠে ময়দানে কাজ করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা-২ আসনে তুমুল জনপ্রিয় আওয়ামী লীগ নেতা হাশেম রেজা দীর্ঘদিন ধরে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড ও দলীয় কার্যক্রমে অংশগ্রহণসহ প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সেখানে বিভিন্ন সভা-সমাবেশেও অংশগ্রহণ করেন তিনি।

আরএস

Link copied!