Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪,

নিজের কার্টুন আঁকায় মেহেদি হকের প্রশংসা করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১২, ২০২৪, ১২:৩৮ এএম


নিজের কার্টুন আঁকায় মেহেদি হকের প্রশংসা করলেন তারেক রহমান

নিজের কার্টুন আঁকায় কার্টুনিস্টকে প্রশংসায় ভাসালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কার্টুনিস্ট মেহেদি হকের আঁকা একটি কার্টুন নিজের ভেরিফায়েড পেজে শেয়ার দিয়ে দেশে রাজনৈতিক কার্টুন আকার স্বাধীনতা নিয়ে কথা বলেছেন তিনি।

তারেক রহমান লিখেছেন, ‘বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আকার স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত খুশি। ২০০৬ সালের আগে বাংলাদেশের কার্টুনিস্টরা বিশেষ করে শিশির ভট্টাচার্য আমাকে ও আমার মাকে নিয়ে প্রায়ই কার্টুন আঁকতেন। 

কিন্তু গত ১৫ বছরে আমরা দেখেছি কার্টুন আঁকার কারণে কার্টুনিস্ট আহমেদ কবির জোরপূর্বক অপহরণ, গুম, নির্যাতন ও কারাভোগ করেছেন। আহমেদ কবিরের মতো আরও অনেককে এমন পরিণতি ভোগ করতে হয়েছে। এমনকি শিশির ভট্টাচার্য কার্টুন আঁকাই বন্ধ করে দিয়েছেন।’

তিনি লিখেছেন, ‘আমি কার্টুনিস্ট মেহেদির ভক্ত। আমি শিশির ভট্টাচার্যের কার্টুন উপভোগ করি। আমি আশা করি তিনি খুব শিগগিরই নিয়মিত কার্টুন আঁকা শুরু করবেন।

ইএইচ

Link copied!