ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫
Amar Sangbad

আ.লীগকে পুনর্বাসনে ভারতীয় নীতিনির্ধারকদের ষড়যন্ত্র চলছে: রিজভী

পাবনা জেলা প্রতিনিধি

পাবনা জেলা প্রতিনিধি

জুন ২০, ২০২৫, ০৩:৫০ পিএম

আ.লীগকে পুনর্বাসনে ভারতীয় নীতিনির্ধারকদের ষড়যন্ত্র চলছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “ফ্যাসিবাদী দল পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতিনির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা শেখ হাসিনার পতন সহ্য করতে পারছে না। সম্প্রতি লন্ডনে ড. ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠক হওয়ার পর থেকেই পার্শ্ববর্তী দেশ থেকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।”

শুক্রবার দুপুরে পাবনার চাটমোহরে অসুস্থ বিএনপি নেতা আবু তাহের ওরফে তাহের ঠাকুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী। 

এ সময় তিনি তাহের ঠাকুরের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

তিনি বলেন, “এখন আমরা গণতন্ত্রের পথে হাঁটছি, কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। আমাদের ১৬ বছরের আন্দোলনের ইতিহাসে অনেক নেতাকর্মী গুম হয়েছেন, মামলা ও গ্রেফতারের শিকার হয়েছেন। আমরা ভয়ঙ্কর এক ফ্যাসিবাদের মধ্য দিয়ে গেছি। আজ আমরা যতটুকু নির্ভয়ে কথা বলছি, সেটিও দীর্ঘ লড়াইয়ের ফল।”

রিজভী বলেন, “১৬ বছর ধরে আওয়ামী লীগ আমাদের নিপীড়ন করেছে। দুর্নীতি করে লুটপাটের টাকায় কানাডা, মালয়েশিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে বিলাসবহুল জীবনযাপন করছে। শেখ হাসিনা মিডিয়া নিয়ন্ত্রণ করে অপপ্রচার চালিয়েছে, কিন্তু দেশের ১৮ কোটি মানুষকে দমন করা যাবে না। এ দেশের মানুষই ঠিক করবে কে দেশ শাসন করবে।”

নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, “আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। যৌক্তিক সময়েই নির্বাচন হবে, যাতে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। আমরা কখনোই অযৌক্তিক সময়ের দাবি করিনি।”

তাহের ঠাকুর সম্পর্কে তিনি বলেন, “লোহার কাজ করে সংসার চালিয়েছেন, কিন্তু দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাঁর এই ত্যাগ দল কখনো ভুলবে না। জেলা বিএনপিকে নির্দেশ দিয়েছি, যেন তাঁকে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হয়। আজ তারেক রহমানের পক্ষ থেকে তাঁর জন্য উপহার নিয়ে এসেছি।”

এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, তাহের ঠাকুরের ছেলে ও চাটমোহর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বরিউল করিম গোলাম, এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, আবু তাহের প্রামাণিক ওরফে তাহের ঠাকুর চাটমোহর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি ছিলেন। বিএনপির এই ত্যাগী নেতার দীর্ঘ রাজনৈতিক জীবনের মধ্যে বর্তমানে অসুস্থ হয়ে মানবেতর জীবনযাপন করছেন। গণমাধ্যমে তাঁর অসুস্থতা ও দুর্দশার খবর প্রকাশিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার খোঁজ নিতে এবং সহযোগিতার নির্দেশ দেন।

ইএইচ

Link copied!