চট্টগ্রাম ব্যুরো
জুলাই ১৮, ২০২৫, ০৩:৫৯ পিএম
চট্টগ্রাম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে নিরপরাধ ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও চাঁদাবাজি থেকে রক্ষার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
শুক্রবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রাজধানী ঢাকার পর চট্টগ্রাম দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। বন্দরনগরী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। মূলত সারাদেশের ব্যবসা-বাণিজ্য পরিচালিত হয় চট্টগ্রাম থেকেই। ব্যবসা-বাণিজ্যের উন্নতি এবং দেশের আর্থিক খাতকে শীর্ষস্থানে নিয়ে যেতে হলে এ শহরটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন গুরুত্বপূর্ণ।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে চট্টগ্রাম শহরে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং চাঁদাবাজির দৌরাত্ম্যে শহরটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা বিরাজ করছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এ ধরনের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা-বাণিজ্য কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। এ পরিস্থিতি চলমান থাকলে দেশের ব্যবসা-বাণিজ্য তথা অর্থনীতি স্থবির হয়ে পড়বে।
এ বিষয়ে বিএনপি সর্বস্তরের ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এ বিষয়ে একযোগে দুষ্কৃতকারীদের প্রতিহত করার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে দলটি চট্টগ্রামে চাঁদাবাজি, মিথ্যা মামলা এবং সাধারণ মানুষকে নাজেহাল করার প্রবণতায় চরম উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে এ অনাচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনের নজরদারি জোরদার করার কথা বলা হয়েছে।
ইএইচ