ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
Amar Sangbad
নীলা ইস্রাফিল

এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৮, ২০২৫, ০২:৩৩ পিএম

এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি

আলোচিত রাজনৈতিক নেত্রী নীলা ইস্রাফিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, দলটিতে অপরাধীদের বিচার হয় না এবং নারী নিপীড়নের ঘটনায় দলীয়ভাবে নীরবতা পালন করা হয়।

সোমবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এনসিপি ত্যাগের ঘোষণা দেন।

নীলা ইস্রাফিল লিখেছেন, ‘আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। এনসিপি এমন একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না। একজন নারীকে হেনস্তার পরেও অপরাধীর পক্ষ নেওয়া হয় কিংবা নীরবতা পালন করা হয়—সেই দলে আমি এক মুহূর্তও থাকতে পারি না।’

তিনি আরও বলেন, ‘একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা ব্যক্তি যখন দলে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় এবং তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না, তখন সেই দল আর ন্যায়বিচার বা মতাদর্শের প্রতিনিধিত্ব করতে পারে না।’

এনসিপি থেকে নিজেকে প্রত্যাহার করে নীলা ইস্রাফিল আরও বলেন, ‘আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। এই দলকে আমি দান করে দিলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।’

এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ইএইচ

Link copied!