আমার সংবাদ ডেস্ক
জুলাই ২৮, ২০২৫, ০৫:২৫ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে নিরপেক্ষ আচরণ করছে না। নির্বাচনের আগে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আমরা নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ বিচার ব্যবস্থা এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই।
সোমবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র অবশ্যই ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে। উচ্চকক্ষের বিষয়ে সর্বদলীয় ঐকমত্য না থাকায় জুলাই সনদের ঘোষণা এখনো আটকে আছে। দলীয় স্বার্থে যারা এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেননি, তাদের উচিত দেশের স্বার্থে জনগণের স্বার্থে ঐকমত্যে পৌঁছানো। আমরা যদি উচ্চকক্ষ নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারি, তবে জুলাই সনদে স্বাক্ষর করব।”
তিনি আরও বলেন, “সংস্কারের মাধ্যমে পুরোনো আইন বদলাতে হবে। বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।”
পথসভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইএইচ