আমার সংবাদ ডেস্ক
জুলাই ২৮, ২০২৫, ০৫:১৩ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য আবিদ সৌরভের বিরুদ্ধে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব সাফায়াত তূর্য।
এ ঘটনার জেরে বৈষম্যবিরোধী নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এদিকে হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
হামলায় জামালপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব সাফায়াত তূর্য আহত হয়েছেন। তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জামালপুর শহরে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষ্যে সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা শহরের ফৌজদারি মোড়ে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন বৈষম্যবিরোধীর সাবেক যুগ্ম সদস্য সচিব সাফায়াত তূর্য। সমাবেশ শেষে এনসিপির জেলা কমিটির সদস্য আবিদ সৌরভের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল তাকে ঘিরে ধরে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে বলে অভিযোগ উঠে সৌরভের বিরুদ্ধে। মারধরের কারণে তূর্য অসুস্থ হয়ে পড়ে এবং তাকে শহরের এম. এ. রশিদ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার সঙ্গে তার মা রয়েছেন বলে জানা গেছে।
এ ছাড়াও বেশ কয়েকদিন আগে তূর্য তার ফেসবুক আইডি থেকে এনসিপি নেতা আবিদ সৌরভের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টের জের ধরেই হামলা চালানো হয় বলে জানান তূর্য।
এ ঘটনায় একটি সাধারন ডায়েরি (জিডি) করতে ভুক্তভোগী থানায় যান বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী দিয়া বলেন, ‘আমি, তূর্য এবং আরও একজন বন্ধু মিলে শহরের ফৌজদারি মোড়ে গল্প করছিলাম। এ সময় এক যুবক এগিয়ে এসে তূর্যকে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন? এরপরই হঠাৎ ২০-২৫ জন এসে হামলা চালায়।’
অভিযোগ অস্বীকার করেছেন এনসিপি নেতা আবিদ সৌরভ বলেন, ‘আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। কে বা কারা হামলা করেছে আমি জানি না।’
এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল আতিক বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা অবগত রয়েছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ইএইচ