আমার সংবাদ ডেস্ক
আগস্ট ১১, ২০২৫, ০৯:৩৪ পিএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ কয়েকজন নেতাকে গালি দিয়েছেন বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সারজিস আলম আরও বলেন, ফজলুর রহমানসহ বিএনপির কয়েকজন নেতা এই ধরনের ভাষা অবিরত ব্যবহার করে যাচ্ছেন। তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন, যদি এ ধরনের আচরণ না থামানো হয়, তাহলে সাধারণ মানুষ মনে করবে বিএনপিই তাদের মাধ্যমে এমন বক্তব্য প্রচার করছে।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সারজিস আলম।
তার ফেসবুক পোস্ট থেকে অংশবিশেষ
“বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গতকাল এক অনুষ্ঠানে নাহিদ ইসলামসহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতাদের ‘বেজন্মা’ গালি দিয়েছেন। এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন বিএনপির ন্যারেটর এবং বক্তা। ফজলুর মতো বিএনপি নেতারা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব। যে ভাষা ও বক্তব্য তারা ব্যবহার করছে, তা পুরাপুরি খুনি লীগের এবং তাদের মিডিয়া সেলগুলোই তা প্রচার করছে।
সিনিয়র রাজনীতিবিদদের সম্মান করি, কিন্তু জনাব ফজলুর মতো নেতারা রাজনৈতিক আদব-শিষ্টতা না মেনে ফ্যাসিবাদের দালালি করছে। তারা ছাত্র-জনতার অভ্যুত্থানকে মেনে নিতে পারছে না। আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভের দায় তাদেরকেই নিতে হবে।
কয়েকজন লাগামহীন নেতার জন্য বিএনপি বারবার নিজেকে প্রশ্নবিদ্ধ হতে দেখবে কিনা, সেই সিদ্ধান্ত বিএনপির নিতে হবে।
যদি এসব বক্তব্য ও আচরণের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে দেশের মানুষ মনে করবে, বিএনপিই তাদের মাধ্যমে এসব কথা বলাচ্ছে।”
ইএইচ