বিশেষ প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৫, ০৯:১১ পিএম
নির্বাচন কমিশন (ইসি) চাইলে ৩০০ আসনের ফলাফল বাতিল করতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সানাউল্লাহ।
তিনি আরও জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম থাকবে না। তবে ‘না’ ভোটের বিধান পুনরায় সংযোজিত হয়েছে।
এই বৈঠকে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)’ সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। এতে আইন প্রয়োগকারী সংস্থাসহ স্বশাসিত বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন চাইলে ৩০০ আসনের যেকোনো আসনের ফলাফল বাতিল করতে পারবে। ‘না’ ভোটের বিধান আনা হয়েছে, যার ফলে যেখানে একজন প্রার্থী থাকবেন, সেখানে বিনাভোটে কেউ নির্বাচিত হতে পারবেন না।
তিনি আরও জানান, ভোটের ফলাফলে সমান ভোট হলে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণের পরিবর্তে পুনরায় ভোট গ্রহণ করা হবে। জোটগতভাবে নির্বাচন হলে দলগুলো নিজ নিজ দলের প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবে।
এছাড়া, হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচনের পরও তদন্ত করে এমপি পদ বাতিল করার ক্ষমতা কমিশনের থাকবে।
ইএইচ