Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

গুগল ডক ফাইল পছন্দের ভাষায় অনুবাদ করবেন যেভাবে

সাহিদুল ইসলাম ভূঁইয়া

সেপ্টেম্বর ১৩, ২০২২, ০১:৩২ পিএম


গুগল ডক ফাইল পছন্দের ভাষায় অনুবাদ করবেন যেভাবে

নিজের পছন্দের ভাষায় যে কোনো ডকুমেন্ট অনুবাদ করার জন্য আছে গুগলের ট্রান্সলেটর। তবে ডক ফাইলে অনুবাদ করার সুযোগ ছিল না। এবার থেকে সেই সুবিধা দিচ্ছে গুগল। ডক ফাইলও নিজের পছন্দের ভাষায় অনুবাদ করতে পারবেন।

যারা নিয়মিত লেখালেখি করেন বা ফ্রিল্যান্সিং করেন তারা ডক ফাইল ব্যবহার করেন অনেক বেশি। এখানে সমস্যা হয় অন্য জায়গায়। সব ভাষায় সবার দক্ষতা থাকা সম্ভব নয়। অথচ বৃহত্তর পরিসরে লেখালিখির কাজ করতে গেলে শুধু মাতৃভাষা বা ইংরেজি জানাটাই যথেষ্ট নয়। তাই এ সমস্যার সমাধান নিয়ে এলো গুগল ডক।

নিজেদের ইউজার ফ্রেন্ডলি করে তুলেছে গুগল ডক। এখানে আপনার যা দরকার তা আগে আগে লিখে নিতে হবে। এরপর যে ভাষায় অনুবাদ করা দরকার, সে ভাষা সিলেক্ট করে করে নিন। তবে ফোন থেকে গুগল ডক অনুবাদ করা যাবে না, ল্যাপটপ বা ডেস্কটপেই কেবল এই ফিচার কাজ করবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-

>> প্রথমে নিজের ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যে গুগল ডক অনুবাদ করা দরকার, সেটা খুলতে হবে।

>> এবার উপরের ম্যেনু বার থেকে টুলস অপশনে ক্লিক করুন।

>> এখান থেকে বেছে নিতে হবে ড্রপ ডাউন অপশন।

>> এবার ট্রান্সলেটর ডকুমেন্ট অপশনে ক্লিক করুন।

>> ট্রান্সলেটর ডকুমেন্টে নাম এন্টার করতে হবে।

>> আবার ড্রপ ডাউন থেকে যে ভাষায় লেখা অনুবাদ করা দরকার, সেটা সিলেক্ট করতে হবে।

>> সবশেষে ট্রান্সলেট অপশন নির্বাচন করলেই হয়ে যাবে। সূত্র: গ্যাজেটস নাও

এবি

Link copied!