Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

আগামীকাল ঢাকায় আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল

মো. মাসুম বিল্লাহ

মে ৭, ২০২২, ০৮:৪৫ পিএম


আগামীকাল ঢাকায় আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল
ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে রোববার (৮ মে) সকালে ঢাকায় আসছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল।

এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান সাইকেলের অংশ। এ ইভেন্টে এখন পর্যন্ত বাংলাদেশ পাঁচ টেস্ট খেলে মাত্র একটিতে জয় পেয়েছে।

সাকিব আল হাসান ও তামিম ইকবালসহ এই সিরিজের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে চোটের কারণে এই সিরিজে খেলতে পারছেন না পেসার তাসকিন আহমেদ। তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে সময় চোট পেয়েছিলেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপ স্ট্যান্ডিংয়ে পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কাও ১৮ সদস্যের দল ঘোষণা করেছে।

এই সিরিজের প্রথম ম্যাচটি ১৫ মে থেকে চট্টগ্রামে এবং দ্বিতীয় ও শেষ ম্যাচটি ২৩ মে থেকে ঢাকায় হবে।

এর আগে লঙ্কানদের বিপক্ষে ২২টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং মাত্র একটিতে জয় ও চারটি ড্র হয়েছে।

বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

শ্রীলঙ্কা স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুসল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, সুমিন্দা লক্ষ্মণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এমবুলডেনিয়া।

আমারসংবাদ/এমএস 

Link copied!