Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

শূণ্য হাতে দেশে ফিরল টাইগাররা

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৩, ২০২২, ০২:০৫ পিএম


শূণ্য হাতে দেশে ফিরল টাইগাররা

পুরোপুরি ব্যর্থ এক এশিয়া কাপ কাটিয়ে এসেছে বাংলাদেশ দল। ব্যর্থ এই মিশন শেষে শনিবার (৩ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এশিয়া কাপ শেষে দুবাই থেকে শনিবার দেশে পা রেখেছেন ক্রিকেটাররা। 

এবারের এশিয়া কাপটা বাংলাদেশের জন্য ছিল চরম হতাশার। গ্রুপ পর্বের সব ম্যাচ হেরে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় হয়েছে বাংলাদেশের। আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হারে সাকিব আল হাসানের দল।

সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ দলকে বহনকারী বিমান।

খেলোয়াড়রা ফিরলেও কোচিং প্যানেল, টিম  ম্যানেজম্যান্টের কয়েকজন সদস্য দেশে আসছেন না। টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম ১১ তারিখ ঢাকায় আসার কথা রয়েছে। 

এছাড়া ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স যোগ দেবেন নিউজিল্যান্ডের ক্যাম্পে। ঢাকা পৌঁছানোর পর কদিন বিরতির পরেই যোগ দিতে হবে বিশেষ ক্যাম্পে। ১২ সেপ্টেম্বর থেকে যেটি শুরু হওয়ার কথা রয়েছে।

১৫ সেপ্টেম্বরের মধ্যে ঘোষিত হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। এর সপ্তাহখানেক পর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওয়া দেবে ক্যাম্পের জন্য। 

সেখানে ৭ অক্টোবর থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।  ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে।

 

টিএইচ

Link copied!