ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

এশিয়া কাপ ফাইনাল, কে হাসবে শেষ হাসি

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১১, ২০২২, ০১:৩৫ পিএম

এশিয়া কাপ ফাইনাল, কে হাসবে শেষ হাসি

এশিয়া কাপ ২০২২ এর ফাইনাল আজ (১১ সেপ্টেম্বর)। ফাইনালে মুখোমুখি হচ্ছে ৫ বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

পাকিস্তান দল শেষবার এশিয়া কাপ জিতেছে ঢাকায় সেই ২০১২ সালে।

পাকিস্তানকে হারিয়ে আজ তাদের সামনে ষষ্ঠ শিরোপার হাতছানি। কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেদের সময়ে শেষবার (২০১৪ সালে ঢাকায়) চ্যাম্পিয়ন হয় তারা।

অন্যদিকে চারবার ফাইনাল খেলে দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের মধ্যে তিনবারই শিরোপার লড়াইয়ে সামনে পেয়েছে লঙ্কানদের। একবার জিতলেও হেরেছে দুইবার।

তাহলে চলুন দু’দলের এই টুর্নামেন্টের পরিসংখ্যান দেখে আসি:

- শ্রীলঙ্কা-পাকিস্তান উভয় দলই ম্যাচ খেলেছে ৫টি করে।
- শ্রীলঙ্কা জিতছে ৪টি ম্যাচ, পাকিস্তান জিতেছে ৩টি। শ্রীলঙ্কার জয়ের হার ৮০ শতাংশ, পাকিস্তানের ৬০ শতাংশ।
- শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি রান নিশাঙ্কার ১৬৫, পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান রিজওয়ানের ২২৬।
- শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি উইকেট হাসারাঙা এবং মধুশাঙ্কার ৬টি, পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি উইকেট নওয়াজের ৮টি।

এবার আসা যাক অধিনায়কত্বে, কার কতো জয়; প্রভাব প্রতিপত্তি। বাবর আজম এ পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন ৪৬ ম্যাচে। জয় ২৯, পরাজয় ১২। ফলাফল আসেনি এমন ম্যাচের সংখ্যা ৫। জয়ের হার শতকরা ৬৩ ভাগ। বিপরীতে শানাকা এ পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন ৩১ ম্যাচে। জয় ১৪, পরাজয় ১৬। ফলাফল আসেনি এমন ম্যাচের সংখ্যা ১। জয়ের হার শতকরা ৪৬.৭৭ ভাগ।

দেখে আসা যাক উভয় ফলের টি-টোয়েন্টি-তে মুখোমুখি হবার পরিসংখ্যান নিয়ে:

- মোট মুখোমুখি ২১ বার।
- পাকিস্তানের জয় ১৩টি।
- শ্রীলঙ্কার জয় ৮টি।
-পাকিস্তানের জয় শতকরা ৬২ ভাগ।
- শ্রীলঙ্কার জয় শতকরা ৩৮ ভাগ।

এই আসরে দুই দলের মুখোমুখি হবার পরিসংখ্যানের দিকে তাকালে শ্রীলঙ্কা শতভাগ এগিয়ে। মাত্র একবার-ই মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে শ্রীলঙ্কা জয়ী হয়েছে ৫ উইকেটের ব্যবধানে।

বাবর আজম নাকি শানাকা কে হাসবে শেষ হাসি? কাদের মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট? কে হবে এশিয়ার নতুন রাজা, তার উত্তর পেতে আমাদের একটু অপেক্ষা তো করতেই হবে। 

তবে হ্যাঁ, পুরো এশিয়া তাকিয়ে থাকবে ফাইনালের দিকে। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কে বিজয়ী হবে, সেই অপেক্ষায় থাকবে পুরো ক্রিকেট বিশ্ব। সমস্ত পরিসংখ্যান একপাশে রেখে তুমুল উত্তেজনাপূর্ণ একটা ফাইনাল দেখার অপেক্ষায় আমরা সবাই।

 

টিএইচ

Link copied!