ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১১, ২০২২, ০৪:৪৬ পিএম

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনাল। ফাইনালে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ষষ্ঠ নাকি পাকিস্তানের তৃতীয় শিরোপা জানা যাবে আজই। তাই ক্রিকেট প্রেমীদের চোখ থাকবে আজকের ম্যাচে।

শিরোপা জেতার লক্ষ্যে দুই দলই নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে। ফাইনালে মাঠে নামার আগে সুপার ফোর পর্বে এর আগে আরেকবার দেখা হয়েছে দুই দলের। নিয়মরক্ষার সেই ম্যাচে দুই দলই নিজেদের নিয়মিত একাদশের ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছেন।

দুই পরিবর্তন করা শ্রীলঙ্কা সেই ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে। সেই দুই পরিবর্তনের একজন ধনঞ্জয়া ডি সিলভা সম্ভবত ফাইনালের সেরা একাদশেও টিকে যাবেন। এই ক্রিকেটার ছাড়া লঙ্কানদের প্রথম তিনের অন্য কোনো পরিবর্তন আসার সুযোগ নেই।

দলটির দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস দুইজনেই আছেন দারুণ ফর্মে। এছাড়া দানুশকা গুনাথিলাকাও হুমকি হতে পারেন প্রতিপক্ষের জন্য। এছাড়াও ভানুকা রাজাপাকসে এবং দাসুন শানাকা মিডল অর্ডারে থাকছেন নিশ্চিতভাবে।

লঙ্কানরা বোলিং আক্রমণে বদল আনার খুব একটা সম্ভাবনা নেই। ওয়ানিন্দু হাসারাঙা, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা, দিলশান মাধুশাঙ্কার সঙ্গে ফাইনালের একাদশে ফিরবেন আসিথা ফার্নান্দোও।

এদিকে পাকিস্তান পুরো আসরে প্রায় একই একাদশ খেলিয়ে যাচ্ছে। তারমধ্যে শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া নাসিম শাহকে ফাইনালে ফেরাবে দলটি। এছাড়া প্রায় অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে দলটি।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখার জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইন।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাধুশাঙ্কা।

এবি

Link copied!