Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ওমরাহ করতে ভিসা লাগবে না ‘হায়া’ কার্ডধারীদের

আমার সংবাদ ধর্ম ডেস্ক

অক্টোবর ১৫, ২০২২, ০৫:০৯ পিএম


ওমরাহ করতে ভিসা লাগবে না ‘হায়া’ কার্ডধারীদের

কাতার ফুটবল বিশ্বকাপের ‘হায়া কার্ডধারী’ দশর্করা ১১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ফ্রি ভিসায় ওমরাহ পালন করতে পারবেন। তারা এসময় পবিত্র শহর মদিনায়ও যেতে পারবেন।

সৌদি আরবের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সৌদি নিউজ চ্যানেল আল এখবারিয়া থেকে এ ঘোষণা দেওয়া হয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা বিভাগের সহকারী মহাপরিচালক খালেদ আল-শামারি ঘোষণা জানান, মুসলিম হায়া কার্ডধারীরা ২ মাস পর্যন্ত দেশটিতে থাকতে পারবেন। এর মেয়াদ শেষ হবে আগামী বছরের ১১ জানুয়ারি।
ভিসা বিনামূল্যে হলেও ভিসার প্ল্যাটফর্ম থেকে চিকিৎসা বীমা নেওয়া আবশ্যক বলেই জানিয়েছেন আল-শামারি।

তিনি আরো বলেন, ‘কার্ডধারীদের একটি মাল্টি-এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে যার মাধ্যমে কার্ডের মেয়াদ থাকার পুরো সময়টিতে যেকোন সময় তারা সৌদি আরবে প্রবেশ এবং প্রস্থান করতে পারবেন।’ সূত্র: গালফ নিউজ

এসএম

Link copied!