Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

ফ্রান্স শিবিরে দুঃসংবাদ, ভাইরাস আক্রান্ত ৩ ফুটবলার

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৭, ২০২২, ০৮:২৪ পিএম


ফ্রান্স শিবিরে দুঃসংবাদ, ভাইরাস আক্রান্ত ৩ ফুটবলার

কাতার বিশ্বকাপের ফাইনালে আগামী রোববার (১৮ ডিসেম্বর) আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। টানা দ্বিতীয় ট্রফির অপেক্ষায় ফরাসিরা। আর দিদিয়ের দেশমের সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোনো কোচ হিসেবে ব্যাক টু ব্যাক বিশ্বকাপের শিরোপা জেতার।

কিন্তু এবারের বিশ্বকাপে দুর্ভাগ্য যেন শেষই হচ্ছে না ফ্রান্সের। বিশ্বকাপ শুরুর আগে ইনজুরিতে ছিটকে গেছেন দলের একাধিক তারকা। এবার দিদিয়ের দেশমের শিবিরে নতুন সমস্যা। দলের মধ্যে একধিক ফুটবলার কোল্ড ভাইরাসে আক্রান্ত। রাফায়েল ভারানে, ইব্রাহিমা কোন্তে ও কিংসলে কোম্যান অসুস্থতার কারণে গতকাল অনুশীলন করতে পারেননি। শারীরিকভাবে অসুস্থ বোধ করায় অন্যদের থেকে তাদের আলাদা রাখা হয়েছে।

মরোক্কোর বিপক্ষে সেমিফাইনালের আগেই ডায়োট উপামেকানো ও আদ্রিয়েন র‌্যাবিওট ফ্লু আক্রান্ত হয়েছিলেন। উপামেকানো মঙ্গলবার অনুশীলনে ফেরার পাশাপাশি মরক্কোর বিপক্ষের ম্যাচে বেঞ্চেও ছিলেন। কিন্তু র‌্যাবিওটকে টিম হোটেলে তার রুমে থাকতে বলা হয়েছিল। তাদের পাশাপাশি কিংসলে কোম্যানেরও হালকা জ্বর ছিল।

শুক্রবার নতুন করে সেন্টার ব্যাক রাফায়েল ভারানে ও ইব্রাহিম কোনাটে আক্রান্ত হয়েছেন। অসুস্থতার কারণে তারা দলের অনুশীলনে যোগ দেননি। তাদের সঙ্গে যোগ দেননি কোম্যানও। ফাইনালে তাদের না পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এমনটাই জানিয়েছে ফ্রান্স২৪।

অবশ্য ক্যামেল ফ্লু ভাইরাসে বিশ্বকাপ দেখতে আসা বিভিন্ন দেশের সমর্থকরাও আক্রান্ত হয়েছেন। মধ্যপ্রাচ্যের রাতের ঠাণ্ডা পরিবেশের সঙ্গে স্টেডিয়ামের শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের প্রভাব ফ্লু আক্রান্তের হার বাড়িয়েছে।

ভারানে এবারের বিশ্বকাপে দারুণ খেলেছেন। তিনিসহ র‌্যাবিওট, কোম্যান ও কোনাটেকে ফাইনালে না পাওয়াটা দেশমের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। জানা গেছে, কোনাটের অবস্থা বেশি খারাপ। ভারানের রয়েছে সামান্য উপসর্গ।

কেএস 
 

Link copied!