Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

পদক নিয়ে বাড়ি ফিরতে পারলেন না মারুফ

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৭:৩৪ পিএম


পদক নিয়ে বাড়ি ফিরতে পারলেন না মারুফ

রংপুর বিভাগের হয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে অংশ নিয়েছেন মাশরাফি হোসেন মারুফ। সাদামাটা কোনো অংশগ্রহণ নয়, এরপর সাইক্লিংয়ে জিতেছেন তিনটি পদক। কিন্তু সেসব পদক নিয়ে বাড়ি ফেরা হলো না ১৬ বছর বয়সী এই কিশোরের।

ট্রেনের নিচে চাপা পড়ে চিরবিদায় নিয়েছেন তিনি। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন জানিয়েছে, গত সোমবার যুব গেমসে অংশ নিয়ে খেলা শেষে তিনি দিনাজপুরে বাড়ির উদ্দেশে ফিরছিলেন। একপর্যায়ে পথিমধ্যে ট্রেন বিরতি দেয়। সে সময় সতীর্থদের সঙ্গে কথা বলতে দরজায় দাঁড়ান তিনি। কিন্তু তারই এক ফাঁকে হঠাৎই পা ফসকে ট্রেনের নিচে পড়ে যান মাশরাফি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মঙ্গলবার বনানী স্টেডিয়ামে তিনি শেখ কামাল যুব গেমসে সাইক্লিং ডিসিপ্লিনে ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক লাভ করেন। চলমান যুব গেমসের চূড়ান্ত পর্বে এবারই প্রথমবারের মতো খেলতে এসেছিলেন এই স্কুলপড়ুয়া কিশোর। কিন্তু সেটিই তার শেষ প্রতিযোগিতার আসর হয়ে রইলো। সাইক্লিস্ট মাশরাফির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাইক্লিং ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।

এআরএস

Link copied!