ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad
বিশ্বকাপ বাছাই

আর্জেন্টিনা দলে ৪ নতুন মুখ

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১, ২০২৩, ১১:২৩ এএম

আর্জেন্টিনা দলে ৪ নতুন মুখ

২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের শুরুর দুই ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে প্রথমবারের মতো ডাক পেলেন চার ফুটবলার। পাশাপাশি আছেন অধিনায়ক লিওনেল মেসিসহ নিয়মিত তারকাদের প্রায় সবাই। তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডে নেই পাওলো দিবালা ও জিওভানি লো সেলসো।

আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বৃহস্পতিবার রাতে ৩২ সদস্যের এ দল ঘোষণা করেন। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে আগামী ৮ সেপ্টেম্বর ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে তার শিষ্যরা। এরপর ১৩ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে আতিথ্য নেবে আলবিসেলেস্তেরা।

এএস রোমার ফরোয়ার্ড পাওলো দিবালার মতো চোটের কারণে জায়গা পাননি আয়াক্স আমস্টারডামের গোলরক্ষক জেরোনিমো রুলি ও সেভিয়ার ডিফেন্ডার মার্কোস আকুনিয়া। টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার লো সেলসোও চোটে পড়েছেন বলে গুঞ্জন। ফিট থাকলেও বাদ পড়েছেন সেভিয়ার ফরোয়ার্ড লুকাস ওকাম্পোস ও নাপোলির ফরোয়ার্ড জিওভানি সিমিওনে।

আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে পারফরম্যান্সে আলো ছড়িয়ে প্রথমবার সিনিয়র দলে ঠাঁই করে নিয়েছেন লুকাস বেলত্রান, অ্যালান ভেলাস্কো, ব্রুনো জাপেল্লি ও লুকাস এক্সিভেল। ফিরেছেন ২০২২ বিশ্বকাপ জয়ী স্কোয়াডের সদস্য গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি ও ফরোয়ার্ড আনহেল কোররেয়া।  

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (উদিনেসে), ওয়াল্তার বেনিতেজ (পিএসভি), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট);

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (অ্যাতলেতিকো মাদ্রিদ), গনজালো মন্তিয়েল (সেভিয়া), হার্মান পেজ্জেয়া (রিয়াল বেতিস), হুয়ান ফইথ (ভিয়ারিয়াল), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটম্পার), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), লুকাস এস্কিভেল (অ্যাথলেতিকো পারানায়েন্স);

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (জুভেন্তাস), এনজো ফার্নান্দেজ (চেলসি),  এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), অ্যালেক্সিস ম্যাক আলিস্তার (লিভারপুল), থিয়াগো আলমাদা (আটলান্টা ইউনাইটেড), ব্রুনো জাপেল্লি (অ্যাথলেতিকো পারানায়েন্স) গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), রদ্রিগো দি পল (অ্যাতলেতিকো মাদ্রিদ), ফাকুন্দো বুনানোত্তে (ব্রাইটন);

ফরোয়ার্ড: লুকাস বেলত্রান (ফিওরেন্তিনা), নিকোলাস গনজালেজ (ফিওরেন্তিনা), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), আনহেল কোরেয়া (অ্যাতলেতিকো মাদ্রিদ), আনহেল দি মারিয়া (জুভেন্তাস), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), আলেহান্দ্রো গার্নাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), অ্যালান ভেলাস্কো (এফসি ডালাস)।

এআরএস

Link copied!