Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

পিসিবির নতুন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান শাহ খাওয়ার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৪, ০৭:১০ পিএম


পিসিবির নতুন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান শাহ খাওয়ার

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন শাহ খাওয়ার। সদ্যই চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা জাকা আশরাফের স্থলাভিষিক্ত হয়েছেন পিসিবির নির্বাচন কমিটির প্রধানের দায়িত্বে থাকা খাওয়ার। নতুন গভর্নিং বডি নিয়োগ না হওয়া পর্যন্ত পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন শাহ খাওয়ার।

প্রাথমিক দায়িত্বগুলোর মধ্যে আসন্ন পিসিবি নির্বাচন তত্ত্বাবধান করা এবং একটি নতুন বোর্ড অফ গর্ভনর (বিওজি) গঠন করাই প্রধান কাজ হবে অন্তবর্তীকালীন চেয়ারম্যান খাওয়ারের। পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণের জন্য স্টেকহোল্ডারদের ভোট প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব পালন করতে হবে খাওয়ারকে। 

গত শুক্রবার লাহোরে বোর্ডের ম্যানেজিং কমিটির বৈঠকের পর পদত্যাগ করেন আশরাফ। এক বিবৃতিতে আশরাফের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে পিসিবি। 

প্রথম দফায় ২০১১-১৩ সালে পিসিবির প্রধানের দায়িত্ব পালন করেন আশরাফ। গত বছর রাজনৈতিক জোটে পরিবর্তনে নাজাম শেঠির স্থলাভিষিক্ত হয়েছিলেন আশরাফ।
 

Link copied!