Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪,

দ্বিতীয় টি-টোয়েন্টি

আবারও টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৬, ২০২৪, ০৫:৫৬ পিএম


আবারও টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসভাগ্য সহায় হলেও জয় হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। সিরিজের দ্বিতীয় ম্যাচটি তাই টাইগারদের জন্য হয়ে দাঁড়িয়েছে বাঁচামরার লড়াই।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়েও টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ শ্রীলঙ্কা ব্যাটিং করবে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রায় অসাধ্য সাধন করে ফেলেছিল বাংলাদেশ। জাকের আলির ব্যাটে চড়ে জয়ের খুব কাছে চলে এসেছিল। তবে শেষ বলে এসে ৩ রানে হারতে হয় টাইগারদের।

আরএস

Link copied!