ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

ওয়ানডে দল থেকে বাদ পড়লেন লিটন; ডাক পেলেন জাকের

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মার্চ ১৬, ২০২৪, ০৭:১৩ পিএম

ওয়ানডে দল থেকে বাদ পড়লেন লিটন; ডাক পেলেন জাকের

সবশেষ ১০ ওয়ানডেতে কোনো ফিফটি নেই, তার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টানা দুই ওয়ানডেতে শূন্য রানে আউট হয়েছেন। উইকেটরক্ষক লিটন দাস এবার বাদই পড়েছেন ওয়ানডে দল থেকে। তার পরিবর্তে তৃতীয় ওয়ানডের দলে ডাক পেয়েছেন জাকের আলী অনিক। শনিবার (১৬মার্চ ) দুপুরে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, নতুন বলে অধারাবাহিক হওয়ায় লিটনকে বাদ দেওয়া হয়েছে। 

ভিডিও বার্তায় লিপু বলেন, যেহেতু সিরিজটা চলছে, সেখানে খুব বেশি পরিবর্তনের সুযোগ ছিল না। তবে নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে, আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। লিটন বাদ পড়লেও এই স্কোয়াডে ওপেনার হিসেবে আছেন এনামুল হক বিজয় ও তানজীদ হাসান তামিম। তাই বাড়তি আরেকজন ওপেনার না ডেকে অভিষেকের অপেক্ষায় থাকা জাকের আলী অনিককে নেওয়া হয়েছে।

প্রধান নির্বাচক লিপু বলেন, আগে থেকে দলের সঙ্গে আছেন এনামুল হক বিজয় এবং তানজীদ হাসান তামিম, যারা ওপেনার হিসেবে আছে এবং সৌম্য সরকার আরেকজন ওপেনার। লিটনের জায়গায় নতুন  করে কোনো ওপেনারের প্রয়োজনীয়তা অনুভব করিনি। আমরা এই প্রক্রিয়ায় অধিনায়ক ও কোচের মতামত নিয়েছি। 

আমরা দেখছি লিটনের জায়গায় দলে মিডল অর্ডারে কাউকে যদি যুক্ত করা যায়, সেখানে একটি গ্যাপ আছে। সেখানে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে জাকের আলীকে মনে করি এই জায়গায় উপযুক্ত হবেন। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। আগামী সোমবার সিরিজের শেষ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। তার আগে এই পরিবর্তন এনেছে বিসিবি।
 

Link copied!