Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪,

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জুন ২৪, ২০২৪, ১২:২৫ এএম


যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেমেছিল ইংল্যান্ড। যেখানে আমেরিকাকে গুঁড়িয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট পেল বর্তমান চ্যাম্পিয়নরা।

ব্রিজটাউনের কিংসটন ওভালে আগে ব্যাট করে ১৮.৫ ওভারে ১১৫ রানেই গুটিয়ে গেছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য তাড়া বিধ্বংসী ব্যাটিং করে ৯.৪ ওভারেই জয়ের বন্দরে নোঙর করেছে ইংলিশরা।

লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জস বাটলার ও ফিল সল্ট। এ দুজনের ব্যাটেই উড়ে গেছে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র।

আমেরিকান বোলারদের তুলোধুনো করে এ জুটিতে ভর করে জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। বাটলার ৮৩ ও সল্ট ২৫ রানে অপরাজিত ছিলেন।

এর আগে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আন্দ্রেস গাউস ও স্টিভেন টেইলর।

ইএইচ

Link copied!