ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ৩০, ২০২৪, ০১:৪৬ পিএম

ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি

শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে স্বাগতিক হিসেবে ইউরোতে খেলছে জার্মানি। ডর্টমুন্ডে শনিবার ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক জার্মানি। শেষ ষোলোয় স্পেন-জর্জিয়া ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জার্মানির।

প্রচণ্ড বৃষ্টিপাত ও বজ্রপাতে বন্ধ হয়ে যায় খেলা। ফলে স্থগিত হয়ে যায় ম্যাচ। এরপর ফের খেলা গড়ালে ডেনমার্কের ওপর আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে জার্মানি। কাই হাভার্টজের গোলে এগিয়ে যাওয়ার পর জামাল মুসিয়ালার গোলে জয় নিশ্চিত হয় জার্মানির।

ম্যাচের শুরু থেকেই প্রতিকূল আবহাওয়া দেখা যায় যার দরুণ প্রথমার্ধে ২০ মিনিটের জন্য খেলা বন্ধ হয়ে যায়। বজ্রপাত এবং ভারী বৃষ্টিতে মাঠ ভিজে যায়। তবে আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও খেলা চলতে থাকে এবং অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রেফারি সিদ্ধান্ত ম্যাচের রঙ বদল করে দেয়।

এদিন অবশ্য প্রথমার্ধে জার্মানিকে গোল করতে দেয়নি ডেনিশরা। উল্টো দ্বিতীয়ার্ধে মাঠে নেমে জার্মানির জালে বল জড়িয়ে উল্লাসে মেতেছিল ডেনিশরা। যদিও তাদের সেই গোল শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় ভিএআরে। ম্যাচের ৪৮ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের ফ্রি কিক থেকে ডিফেন্ডার জোয়াকিম অ্যান্ডারসেনর গোলটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় অফসাইডে।

এরপরই যেন দিশা ফিরে জার্মানদের। ম্যাচের ৫৩ মিনিটে জার্মানির আক্রমণে বক্সের ভেতর বলে হাত লাগিয়ে বসেন অ্যান্ডারসন! পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন হাভার্টজ। এর ঠিক ৬ মিনিট পর একক প্রচেষ্টায় ডেনিশ রক্ষণের ভেতরে ঢুকে গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোল আদায় করতে ব্যর্থ হন হাভার্টজ।

তবে ব্যবধান দ্বিগুণ করতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি জার্মানিকে। ম্যাচের ৬৮ মিনিটে শোলটারবেকের লম্বা পাস ধরে ডেনিশ রক্ষণ ভেঙে গোল করেন জার্মান তারকা মুসিয়ালা। চলতি ইউরোয় এটি তাঁর তৃতীয় গোল। এরপরও আরও বেশ কয়েকবার আক্রমণ শানিয়েছে জার্মানি। তবে সেই আক্রমণে ডেনিশদের রক্ষণে চিড় ধরানো যায়নি।

দ্বিতীয়ার্ধে গোল পেলেও জার্মানদের আক্রমণে বেশি দাপট ছিল প্রথমার্ধেই। প্রথমার্ধে ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে ডেনমার্কের রক্ষণে ৩৪টি আক্রমণ করেছে জার্মানি। শট নিয়েছে ৮টি। ডেনমার্ক ১৭টি আক্রমণ থেকে শট নিয়েছে ৭টি। যদিও কেউই পায়নি জালের দেখা। দ্বিতীয়ার্ধেই এসেছে ম্যাচের ফল।

বিআরইউ

Link copied!