ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫
Amar Sangbad

সাকিবের সঙ্গে নাফিসা কামালের ভিডিও নিয়ে তোলপাড়, যা বললেন স্ত্রী শিশির

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

আগস্ট ১৫, ২০২৪, ০২:০০ পিএম

সাকিবের সঙ্গে নাফিসা কামালের ভিডিও নিয়ে তোলপাড়, যা বললেন স্ত্রী শিশির

বিতর্ক যেন পিছু ছাড়ে না সাকিব আল হাসানকে। খেলা থেকে শুরু করে ব্যক্তিজীবন সব নিয়ে আলোচনায় থাকেন তিনি। তবে এবারের বিষয়টা একেবারেই ভিন্ন। বুধবার (১৪ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ক্লিপ। যেখানে সাকিবের সঙ্গে দেখা গিয়েছে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা ও বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে। সাকিব আল হাসানের এমন ভিডিও ক্লিপ স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি দেশের ক্রিকেট ভক্তদের।

এছাড়াও গুঞ্জন শুরু হয় সাকিবের বিবাহ বিচ্ছেদ হয়েছে উম্মে শিশিরের সঙ্গে। আর এই গুঞ্জনের শুরু হয় শিশিরের কারণেই। ফেসবুক থেকে সাকিব আল হাসানের সঙ্গে অনেক ছবিই মুছে দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে চুপ করে নেই সাকিব পত্নী শিশির। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সাকিব পত্নী লিখেছেন দীর্ঘ এক স্ট্যাটাস। যেখানে স্বামী সাকিবের পক্ষেই আছেন তিনি। জানিয়েছেন তাদের সম্পর্কের বর্তমান অবস্থানের কথাও।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে শিশির লেখেন, ‘আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মতামত জানাতেই পারেন। সেই বিষয়টি নিয়ে আমার কিছু বলার নেই। সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে। তাকে (সাকিব) যত মন চায় সমালোচনা করুন। তবে, সেটা যেন আমাদের সম্পর্কের সঙ্গে না জড়ায়। সে দারুণ একজন স্বামী ও বাবা। সে সবসময় আমার প্রতি সৎ ও অনুগত। সে এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই।’

শিশির আরও যোগ করেন, ‘সে এমন একজন ব্যক্তি যে আমার পাশে থাকার জন্য একবার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। আমির তার প্রায় সব বিষয়ে জানি। আমরা বেশিরভাগ  সময় একসাথেই থাকি। আমি ১৩ বছর আগে তাকে যেমন দেখেছিলাম, এখনও সে একইরকম আছে। আমাদের দারুণ একটি পরিবার আছে। আলহামদুলিল্লাহ! দয়া করে এসব গুজব বন্ধ করুন। সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় যা দেখেন তা বিশ্বাস করবেন না। কিছু অংশ কেটে এটা তৈরি করা হয়েছে, পুরো কাহিনী এখানে নেই। যারা এগুলো করছেন তাদের বলতে চাই, এগুলো করে আপনাদের কোনো লাভ হবে না। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। আমি চুপ থাকতে চেয়েছিলাম, তবে এতো এতো কল আর ম্যাসেজের কারণে বাধ্য হয়ে বিষয়টি পরিষ্কার করলাম। সে এখন ব্যস্ত পাকিস্তান সিরিজ নিয়ে, আর আমি পরিবার নিয়ে ব্যস্ত। আমরা একটি পরিবার হিসেবেই থাকব, ইনশাল্লাহ।

শেষে শিশির লিখেছেন, ‘আমি সাকিবের সঙ্গে আমার কোনো ছবি কিংবা ভিডিও ডিলিট করিনি। আমি সেগুলোকে প্রাইভেট করে রেখেছি। ছবি কিংবা পোস্ট কোনো সম্পর্ককে বিচার করে না।’ 

আরএস

Link copied!