Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫,

কবে মাঠে ফিরছেন জানালেন তাসকিন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মে ১৫, ২০২৫, ০৯:১২ পিএম


কবে মাঠে ফিরছেন জানালেন তাসকিন

গোড়ালির ইনজুরির কারণে ঘরের মাটিতে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি তাসকিন আহমেদ। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না এই ডানহাতি পেসার। তবে জুনে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনের লক্ষ্য টাইগার স্পিডস্টারের।  

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ফেরার পর সবশেষ ডিপিএলে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন তাসকিন। পরে গোড়ালির চোটের কারণে এই তারকা পেসার মাঠের বাইরে ছিটকে যান। চোট সারাতে ইংল্যান্ডে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন তিনি। সবমিলিয়ে তিন জন ক্রীড়া ফিজিশিয়ানকে দেখিয়েছেন এই ডানহাতি পেসার। 

ইংল্যান্ড থেকে দেশে ফিরে বর্তমানে চোটের পূনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তাসকিন। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে করছেন নিয়মিত অনুশীলন। মূলত রানিং সেশনে মনোযোগ বেশি তার। বৃহস্পতিবার (১৫ মে) অনুশীলনের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ফেরার খবর জানিয়েছেন এই পেসার।  

তাসকিন বলেন, 'এক্সাক্টলি কবে ফিরব এটা আসলে নির্দিষ্ট তারিখ বলাটা কঠিন। তবে সামনে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফেরার ইচ্ছা। জুনের প্রথম দিকে আশা করা যায়, যদি কোনো সমস্যা না থাকে। এভাবে যেমনে চলছে আমি খুশি আলহামদুলিল্লাহ। এখনো কোনো কমপ্লেইন নাই যদি এভাবে সুন্দর স্মুথলি যাই তাহলে তো খুবই ভালো।'

গেল মাসে ইংল্যান্ডে যাওয়ার আগেই অবশ্য তাসকিনকে নিয়ে বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি নিয়েই তাকে চলতে হবে, খেলতে হবে এটাকে ম্যানেজ করে। তাসকিনের ব্যথাটা আসলে যাওয়া-আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে খেলতে হবে।

আরএস

Link copied!