ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
Amar Sangbad

এবার গোয়েন্দা চরিত্রে আরফান নিশো

বিনোদন প্রতিবেদক 

বিনোদন প্রতিবেদক 

জুন ২৩, ২০২২, ০১:৪২ এএম

এবার গোয়েন্দা চরিত্রে আরফান নিশো

অভিনয়শিল্পীদের জন্য নিজেকে ভেঙেচুরে প্রমাণের অন্যতম মাধ্যম যেন ওটিটি প্লাটফর্ম। ইতোমধ্যেই দেশের মেধাবী অভিনয়শিল্পীদের অনেকে সে প্রমাণ দিয়েছেন। আফরান নিশোও রয়েছেন সেই দলে। দেশের একটি ওটিটি মাধ্যমে কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। 

এবার যুক্ত হয়েছেন কলকাতাভিত্তিক ওটিটি মাধ্যম ‘হইচই’-এর একটি ওয়েব ফিল্মে। ‘কাইজার’ নামের এই ডিটেকটিভ ফিল্মে নাম ভূমিকায় অভিনয় করেছেন নিশো। এখানে পুলিশের একজন অ্যাডিশনাল কমিশনার হিসেবে দেখা যাবে তাকে। 

চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে একই ব্যক্তির দুটি রূপ ফুটিয়ে তুলতে হয়েছে নিশোকে। ব্যক্তিজীবনে কাইজার চৌধুরী বিপর্যস্ত, গেমাসক্ত ও বদমেজাজি হলেও পেশগত জীবনে সম্পূর্ণ বিপরীত। রক্তভীতি থাকলেও বদমেজাজি কাইজার একজন ঝানু গোয়ান্দা। ঘটনার ভেতরের ঘটনা তুলে আনতে পটু সে। ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন তানিম নূর। তার হাত ধরেই হইচই বাংলাদেশের পর্দায় ডিটেকটিভ ফিল্মের সূচনা হতে যাচ্ছে। 

এটি প্রযোজনা করেছে ফিল্ম সিন্ডিকেট। সমপ্রতি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ‘কাইজার’ মুক্তি পাবে ৮ জুলাই। এ প্রসঙ্গে নিশো বলেন, ‘কাইজার একজন জিনিয়াস ডিটেকটিভ। তার অনেক রকম সমস্যা আছে কিন্তু জীবনের গভীরে সেও একজন মানুষ। ক্যারেক্টারটা আমাকে আকর্ষণ করেছে আর আমি কাজটাও আনন্দ নিয়ে করেছি।’

নিজের নির্মাণ নিয়ে তানিম নূর বলেন, ‘এটি আমার ড্রিম প্রজেক্ট। বাংলাদেশ বা ঢাকার মৌলিক গোয়েন্দা চরিত্র নিয়ে খুব বেশি কাজ হয়নি। আমার স্বপ্ন ছিল দেশের একটি গোয়েন্দা চরিত্রের ফ্র্যাঞ্চাইজি তৈরি করা। ছোটবেলা থেকে পড়া গোয়েন্দা গল্পগুলোর প্রতি যে ভালোলাগা কাজ করত, সেখান থেকেই ‘কাইজার’ সিরিজটি নির্মাণ করা হয়েছে।’

সমপ্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কাইজারে’-এর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। সেখানে নিশোর চেহারার ভিন্নতা ছিল খেয়াল করার মতো। আফরান নিশো ছাড়াও কাইজারে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, আহমেদ রেজা রুবেল, নাদের চৌধুরী, রিকিতা নন্দিনী শিমু, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার, দীপান্বিতা মার্টিন, ইমতিয়াজ বর্ষণ, সৌম্য জ্যোতি, নাজিবা বাশার, শঙ্খ জামান, জিনাত সানু স্বাগতা, আহমেদ হাসান সানী, মোস্তাফিজ শাহীন, শিশু শিল্পী হূদ্ধি প্রমুখ।

Link copied!