Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

ঈদের ছয়শ নাটকে ২৫ কোটি বিনিয়োগ

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৩, ২০২২, ০২:৪৪ এএম


ঈদের ছয়শ নাটকে ২৫ কোটি বিনিয়োগ

বিনোদনের বড় একটি অংশ দখল করে আছে বাংলা নাটক। দর্শকের সঙ্গে নাটকের সখ্যতা কতটা গভীর— সেটা বোঝা যায় ঈদ উৎসবে। নাটক ছাড়া তাদের ঈদের আনন্দ যেন ঠিক জমে ওঠে না। একটা সময় ঈদের দিনগুলোতে নাটক দেখতে টিভির সামনে ভিড় লেগে যেত। এই রীতি এখনও আছে। 

তবে দেখার মাধ্যম হিসেবে টেলিভিশনের সঙ্গে যুক্ত হয়েছে ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম। সে কারণে ঈদ ঘিরে নাটক তৈরির ব্যস্ততাও আগের চেয়ে বেড়েছে। কোরবানির ঈদকে কেন্দ্র করেও একই চিত্র বিরাজ করছে নাটকপাড়ায়। 

টেলিভিশন ও বিভিন্ন অনলাইন মাধ্যমের জন্য তৈরি হচ্ছে অসংখ্য নাটক। কিন্তু সে সংখ্যাটি আসলে কত এবং এজন্য লগ্নিকৃত অর্থের পরিমাণই বা কত— এসব প্রশ্নের উত্তরে কথা বলেছেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সাধারণ সম্পাদক সাজু মুনতাসির এবং অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

সাজু মুনতাসির বলেন, ‘নাটক তো এখন শুধু টেলিভিশনের জন্য তৈরি করা হয় না, ইউটিউব চ্যানেলগুলোর জন্যও নির্মাণ করা হয়। আর ইউটিউব চ্যানেলের এখন অভাব নেই। সে কারণে এই সংখ্যাটি নির্দিষ্ট করে বলাটা কঠিন। তারপরও সব মিলিয়ে বলা যায়, ঈদ উপলক্ষে এবার নির্মিত নাটকের সংখ্যা ৬০০’র মতো হবে। এর মধ্যে টেলিভিশনের জন্য ৫০০’র মতো নাটক নির্মিত হচ্ছে।’

সেক্ষেত্রে লগ্নিকৃত অর্থের পরিমাণ কত হতে পারে— উত্তরে প্রযোজক নেতা বলেন, ‘দেখুন সব নাটকের বাজেট তো আর সমান হয় না। কোনো নাটকে বাজেট থাকে তিন লাখ টাকা। আবার কোনো নাটকে ১০ লাখও লেগে যায়। তাই এ বিষয়টি নির্দিষ্ট করে বলাটা কঠিন। তবে ধারণা থেকে বলা যায়, এবার ২৫ কোটি টাকার মতো ব্যয় হচ্ছে নাটক নির্মাণে।’

সাজু আরও জানান, লগ্নিকৃত এই অর্থের পরিমাণ গেল রোজার ঈদের তুলনায় বেড়েছে। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবের জন্য নির্মিত নাটকের মানও আগের চেয়ে উন্নত হয়েছে বলে মনে করেন তিনি।

আহসান হাবিব নাসিমও কথা বললেন সাজু মুনতাসিরের সুরে। তিনি বলেন, ‘টেলিভিশনে প্রচারের জন্য নির্মিত নাটকের সংখ্যা এবার ৫০০’র মতো হবে। আর ইউটিউবের জন্য নির্মিত নাটকের সংখ্যা ১০০ হতে পারে।’

নাটকগুলো নির্মাণে ব্যয়কৃত অর্থের পরিমাণ কত— এমন প্রশ্নের উত্তরে নাসিম বলেন, ‘সারা বছরে নাটকে যে টাকা ব্যয় হয়, তার ৫০ শতাংশই যায় দুই ঈদে। তো আমার ধারণা অনুযায়ী এবার ঈদে নাটক তৈরিতে লগ্নিকৃত অর্থের পরিমাণ ২৫ কোটি হতে পারে।’

তবে নাটকের বাজেট বাড়েনি বলে মনে করেন নাসিম। তিনি জানান, এবার ঈদে লগ্নিকৃত অর্থের পরিমাণ গেল রোজার ঈদের মতোই। সে সঙ্গে নাটকের মানও অক্ষুণ্ন রয়েছে।

Link copied!