ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫
Amar Sangbad

প্রধানমন্ত্রীকে নিয়ে গাইলেন তারা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ২৩, ২০২২, ০১:৩৯ এএম

প্রধানমন্ত্রীকে নিয়ে গাইলেন তারা

আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। তার জন্মদিনে বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে কয়েকটি গান তৈরি হয়েছে। ‘শুভ জন্মদিন দেশনেত্রী শেখ হাসিনা, সালাম সালাম হাজার সালাম তোমায়’ এমন কথার গানটি লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা। গানটির সুর-সংগীত করেছেন ফোয়াদ নাসের বাবু।

এই গানে কণ্ঠ দিয়েছেন রাশেদ, ইউসুফ, স্বরলিপি, পুষ্পিতা। শেখ হাসিনাকে নিয়ে আরও দুটি গান তৈরি হয়েছে। এ দুটি গানেরও সুর-সংগীত করেছেন ফোয়াদ নাসের বাবু। যার একটি গান লিখেছেন হাসান মতিউর রহমান, গেয়েছেন অনুপমা মুক্তি, সাব্বির জামান। তাদের গানের কথা হচ্ছে ‘শেখ হাসিনার জন্মদিনে গাওরে পরাণ ভরে গাও, এমন একজন নেতার কথা বিশ্বকে জানিয়ে দাও, বিশ্বকে জানিয়ে দাও’। আবার ‘এই দেশ এই মাটি জানে’ শিরোনামের গানটি লিখেছেন মিল্টন খন্দকার। গেয়েছেন পুতুল, পুলক, রাজীব ও লিজা।

‘শুভ জন্মদিন দেশনেত্রী শেখ হাসিনা’ গানটি গাওয়া প্রসঙ্গে ইউসুফ আহমেদ খান বলেন, ‘এ আমার পরম সৌভাগ্য যে, আমাদের দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান গাইবার সুযোগ হয়েছে। গানের কথা, সুর— সব মিলিয়ে এত আবেগময় এক অসাধারণ গান হয়েছে যে, গানটি গাইতে গিয়ে বারবার শিহরিত হচ্ছিলাম। এক জীবনে এত সুন্দর গান খুব কমই গেয়েছি আমি।

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা।’ ‘শেখ হাসিনার জন্মদিনে গাওরে পরাণ ভরে গাও’ গানটি প্রসঙ্গে অনুপমা মুক্তি বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে গান গাইতে পারার মধ্যে পরম গর্ব অনুভব করি, সুখ অনুভব করি, শিল্পী হিসেবে প্রাপ্তি যোগ হয় এমন গানের সাথে সম্পৃক্ত থাকতে পেরে। আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্থ রাখুন, ভালো রাখুন।

সাব্বির জামান বলেন, ‘আমার সৌভাগ্য যে, আমি এর আগেও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে গান গেয়েছিলাম। আবারও সেই সৌভাগ্য হলো আমার। সত্যি বলতে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে গাওয়ার সময় মনের গভীর থেকে আবেগ চলে আসে। আর গানের কথা ও সুর সব মিলিয়ে যেন এক অনন্য রূপ ধারণ করে গানটি। আমার এবং মুক্তি আপার গাওয়া গানটি খুব ভালো হয়েছে।’

‘এই দেশ এই মাটি জানে’ গানটি প্রসঙ্গে পুতুল বলেন, ‘এর আগেও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশ টেলিভিশনে গাইবার সুযোগ হয়েছিল আমার। আবারও সেই সুযোগ হলো তাকে শ্রদ্ধা জানানোর।

এর আগে আমি শ্রদ্ধেয় ফোয়াদ নাসের বাবু ভাইয়ের সুরে গান গেয়েছি। তবে তার সুরে জাগরণী গান এবারই প্রথম গাইলাম। অদ্ভুত সুন্দর একটি গান হয়েছে। আশা করি ভালো লাগবে সবার।’
 

Link copied!