ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

এবার ‘তাম্মি’রূপে আসছেন দীঘি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ২৬, ২০২২, ০১:৩৪ এএম

এবার ‘তাম্মি’রূপে আসছেন দীঘি

এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি প্রথম ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’তে তুলি চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের মনে দাগ কেটেছিলেন। তুলি চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি।

অভিনয়ের দুনিয়ায় ‘শেষ চিঠি’ ওয়েব ফিল্মটিই তাকে অভিনেত্রী হিসেবে দর্শকের কাছে সমাদৃত করেছে। এবার দীঘি একটি ওয়েব ফিকশনে অভিনয় করেছেন। এর নাম ‘তাম্মি’। এরই মধ্যে এই ওয়েব ফিকশনের কাজ শেষ হয়েছে বলে জানান দীঘি। এটি নির্মাণ করেছেন মাহিয়া মাহমুদা। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দীঘি।

দীঘি বলেন, ‘এবারই প্রথম আমি কোনো কাজে নাম ভূমিকায় অভিনয় করেছি। একজন নারীর সংগ্রামী জীবনের গল্প তাম্মি ওয়েব ফিকশনে তুলে ধরা হয়েছে। আমিও তাম্মি চরিত্রটি ভীষণ আন্তরিকতা নিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পরিচালকও আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। আমার বিশ্বাস দর্শকের ভালো লাগবে।’

দীঘি জানান শিগগিরই এই ওয়েব ফিকশনটি একটি নতুন অ্যাপে প্রচারে আসবে। এদিকে আজ দীঘির জন্মদিন। তবে জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। কারণ জন্মদিন এলেই মায়ের কথা (চিত্রনায়িকা দোয়েল) বিশেষভাবে মনে পড়ে। মাকে ঘিরে স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। তাই জন্মদিনে সাধারণত দীঘির নিজের কোনো আয়োজন থাকে না। তবে তার বাবা (চিত্রনায়ক সুব্রত) ও পরিবারের অন্যরা দিনটিকে বিশেষায়িত করে তোলার চেষ্টা করেন।

এদিকে দীঘি নিয়মিত স্টেজ শো’তে পারফর্ম করছেন। সর্বশেষ তিনি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করেন। তার অভিনীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বায়োপিক ‘মুজিব’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এছাড়াও দীঘি প্রায় শেষ করে ফেলেছেন সরকারি অনুদানে আব্দুস সামাদ খোকন পরিচালিত ‘শ্রাবণ জোছনায়’ সিনেমার কাজ।

এরই মধ্যে দীঘি রাকিব আহমেদের পরিচালনায় একটি নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে আছেন অভিনেতা মামনুন ইমন। এই বিজ্ঞাপনটিও শিগগিরই প্রচারে আসবে। দীঘি অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নাই’ সিনেমাটি।

Link copied!