ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad
এক যুগ অপেক্ষায় ডটকম সুয়েটার

বিমা দাবি দিচ্ছে না ফেডারেল ইন্স্যুরেন্স

মো. ইমরান খাঁন

মো. ইমরান খাঁন

জানুয়ারি ৮, ২০২৫, ১১:৪৪ পিএম

বিমা দাবি দিচ্ছে না ফেডারেল ইন্স্যুরেন্স
  • বাকিতে ব্যবসা অতিরিক্ত কমিশন প্রদান, রাজস্ব ফাঁকি জাল-জালিয়াতি এবং ট্যারিফ রেট লঙ্ঘন

এটা নিয়ে আদালতে মামলা চলে — মহিউদ্দিন চৌধুরী মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও), ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও বিমা দাবি পায়নি ডটকম সুয়েটার। এই নিয়ে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর পক্ষ থেকে বারবার চিঠি দিলেও সুরাহা হয়নি। যার ফলে আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি।

বিমা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাকিতে ব্যবসা, অতিরিক্ত কমিশন প্রদান, রাজস্ব ফাঁকি জালজালিয়াতি এবং ট্যারিফ র্যাট লঙ্ঘনসহ এমন আরও অসংখ্য অভিযোগ রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে। বিমা দাবি নিয়ে গত একদশকের বেশি সময় ধরে আইডিআরএ’তে অভিযোগ করেও কোনো সুরাহা পায়নি ডটকম সুয়েটার নামের একটি বেসরকারি কারখানা।

বিমা আইন ২০১০ এর ৭২ ধারার এক উপধারা অনুযায়ী ক্ষতিগ্রস্ত বিমা দাবিদারের ক্ষতির অর্থ ৯০ দিনের মধ্যে বিমাগ্রহীতাকে পরিশোধের বিধান রয়েছে। কিন্তু সেই বিধানের তোয়াক্কা না করে ডটকম সোয়েটারের বিমা দাবি পরিশোধ করছে না ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি।

অভিযোগের নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায়, ২০১২ সালে ডটকম সোয়েটারের সঙ্গে ১৬ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকার ২টি অগ্নি বীমা পলিসিতে চুক্তিবদ্ধ হয় ফেডারেল ইন্সুরেন্স। পলিসির শর্ত অনুসারে বীমাগ্রাহক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে তার বিপরীতে আর্থিক ক্ষতিপূরণ দেবে ফেডারেল ইন্স্যুরেন্স। এজন্য ৪ লাখ ২ হাজার ৮৬৭ টাকা প্রিমিয়াম প্রদান করে ডটকম সোয়েটার। এর আগে ডটকম সুয়েটার পলিসির প্রস্তাব পত্রে ডটকম সোয়েটারের শর্ত ছিল, পলিসির সব স্বত্ব ডটকম সোয়েটার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত থাকবে। তাছাড়া ব্যবসা করার সুবাদে প্রিমিয়ার ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নাম পলিসিতে উল্লেখ থাকবে।

বিমাগ্রহীতা কোম্পানি ডটকম সোয়েটারের এই শর্ত মেনেই ফেডারেল ইন্স্যুরেন্স পলিসি দুটি ইস্যু করে বলে উল্লেখ করা হয় অভিযোগ পত্রে। বিমার প্র্যাকটিস অনুযায়ী বিমা গ্রাহকের প্রস্তাবনার ভিত্তিতে পলিসি ইস্যু করে থাকে বিমা কোম্পানি।

ডটকম সোয়েটার বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে ফেডারেল ইন্স্যুরেন্সের বিরুদ্ধে প্রথম অভিযোগ করে ২০১৪ সালে। এরপর দ্বিতীয় দফায় আরও একবার অভিযোগ করে কোম্পানিটি।

বিমা দাবিদার ডটকম সোয়েটারের অভিযোগের নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৩ সালের ১৪ নভেম্বর দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ডটকম সোয়েটার। আগুনে পুড়ে যায় প্রতিষ্ঠানটির সব মালামাল। এই ঘটনার প্রেক্ষিতে ক্ষয়ক্ষতি পরিমাপের জন্য ৩টি জরিপ প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয় বিমা প্রতিষ্ঠান ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি। জরিপকারী প্রতিষ্ঠানগুলো ডটকম সোয়েটারের নামে ইস্যু করা পলিসি দুটির মধ্যে, পলিসি নং- এর আওতায় ৩ কোটি ৪২ লাখ ২১ হাজার ৭৩৩ কোটি টাকা এবং পলিসি নং- এফআইসি/ এফজিবি/এফপি-২১/০৫/২০১৩ এর আওতায় ১০ লাখ ৩৯ হাজার ৪৪১ টাকা ক্ষতি পরিমাপ করে। জরিপকারি প্রতিষ্ঠান এই প্রতিবেদন জমা দেয় ২০১৪ সালের ২১ আগস্ট।

এরপর বীমা দাবির টাকা পেতে ফেডারেল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের কাছে দাবি তোলে ডটকম সোয়েটার। এর প্রেক্ষিতে ডটকম সোয়েটারকে সর্বমোট ১ কোটি ৫২ লাখ টাকা পরিশোধ করে ফেডারেল ইন্স্যুরেন্স। কিন্তু বাকি টাকা পরিশোধে তালবাহানা শুরু করে বীমা কোম্পানিটি।

এদিকে দাবি উত্থাপনের পর ২০১৫ সালের ২৭ অক্টোবর সাধারণ বীমা করপোরেশন থেকে পুনর্বিমা দাবি বাবদ ৩ কোটি ৪২ লাখ ৩৬ হাজার ৩৪৩ টাকা তুলে নেয় ফেডারেল ইন্স্যুরেন্স। এসব টাকা বীমা গ্রাহক ডটকম সোয়েটারকে পরিশোধ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিজস্ব তহবিলে জমা রাখে ও বিনিয়োগ করে ফেডারেল ইন্স্যুরেন্স।

এদিকে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ডটকম সোয়েটার পাওনা টাকা ফেরত পেতে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এ আবেদন জানায়। আবেদন পেয়ে ফেডারেল ইন্স্যুরেন্সকে পাওনা টাকা ফেরত দিতে একাধিকবার চিঠি দেয় আইডিআরএ। এরপরও দাবির টাকা পরিশোধ করেনি ফেডারেল ইন্স্যুরেন্স।

এ প্রেক্ষিতে বিমা কোম্পানিটির বিরুদ্ধে মামলা করে ডটকম সোয়েটারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফয়জুল আহসান। বিমা দাবির টাকা পরিশোধ না করে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যানসহ চার কর্মকর্তাকে হাজির হওয়ার আদেশও দেয় আদালত। মামলায় আসামি করা হয়েছে বিমা কোম্পানিটির চেয়ারম্যান এনামুল হক, এমডি মহিউদ্দিন চৌধুরি, সাবেক এমডি একে এম সারওয়ার্দী চৌধুরী ও এসিসট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম।

এসব বিষয়ে জানতে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন চৌধুরীকে মুঠোফোনে ফোন করা হলে তিনি আমার সংবাদকে বলেন, এটা নিয়ে আদালতে মামলা চলে। অতিরিক্ত কমিশন প্রদান, রাজস্ব ফাঁকি জালজালিয়াতি এবং ট্যারিফ র‌্যাট লঙ্ঘন এসব বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জবাব না দিয়েই ফোন কেটে দেন।

সাধারণ বিমার টাকা না দেয়া, বছরের পর বছর গ্রাহকের টাকা পরিশোধ না করে হয়রানির অভিযোগ উঠেছে ফেডারেল ইন্স্যুরেন্সের বিরুদ্ধে। এছাড়া প্রতারণা, বিশ্বাস ভঙ্গ ও বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশ অমান্য এবং বিমা আইন লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে।

Link copied!