চুয়াডাঙ্গা প্রতিনিধি
মে ২৫, ২০২৫, ১২:৩১ এএম
চুয়াডাঙ্গা প্রতিনিধি
মে ২৫, ২০২৫, ১২:৩১ এএম
ঢাকার লালবাগ আলহাজ শহীদ আব্দুল আলিম রিংবল গ্রাউন্ডে অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় রিংবল প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে চুয়াডাঙ্গা রিংবল একাডেমির মহিলা টিম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
গতকাল শনিবার সকাল ৯টায় ঢাকার লালবাগে অনুষ্ঠিত এ রিংবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ রিংবল অ্যাসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা ইসাহাক সরকার। ঢাকার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী যুবদল নেতা অ্যাডভোকেট মুহাম্মদ রাশেদ, চুয়াডাঙ্গা রিংবল একাডেমির সভাপতি ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন ও বাংলাদেশ রিংবল অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য ও চুয়াডাঙ্গার কৃতি হকি খেলোয়াড় সুলতানুল আরেফিন পিয়াস।
বাংলাদেশ রিংবল অ্যাসোসিয়েশনের সভাপতি হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ রিংবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় রিংবল প্রতিযোগিতা-২০২৫ এর সার্বিক দায়িত্ব পালন করেন বাংলাদেশ রিংবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকার জিদান স্পোর্টসের স্বত্বাধিকারী লায়ন মোহাম্মদ শহিদুল্লাহ।
জমকালো এই আয়োজনে সারা বাংলাদেশ থেকে সিলেক্টেড ১২টি টিমের মধ্যে চুয়াডাঙ্গা মহিলা টিম প্রতিযোগিতার শুরু থেকে দারুন পারফরম্যান্স প্রদর্শন করে দেশের ১১টি জেলা টিমকে পিছনে ফেলে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনালে খেলার শেষ মিনিটে ঢাকার ফিরোজ স্মৃতি সংসদের কাছে ১-০ গোলে (স্কোরে) হেরে চুয়াডাঙ্গা মহিলা রিংবল টিম রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। দল রানার আপ হলেও সারা টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে নিজের নামের পাশে চারটি স্কোর করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন চুয়াডাঙ্গা রিংবল টিমের দলনায়ক ফাতেমা।
দিনব্যাপী নক-আউটভিত্তিক এ টুর্নামেন্টের প্রতিযোগিতা শেষে সন্ধ্যা ৬টায় জমকালো আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।