Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় করে জরিমানার মুখে পাঁচ বাস

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৮, ২০২২, ০৪:৫৪ পিএম


ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় করে জরিমানার মুখে পাঁচ বাস

ঈদকে সামনে রেখে ঢাকা থেকে শরীয়তপুর আসা বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৫টি বাসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব বাসে জরিমানা করা হয়।

ঢাকা থেকে ছেড়ে আসা বাসের মধ্যে রয়েছে- গ্লোরী এক্সপ্রেসের ২টি, শরীয়তপুর পরিবহনের ২টি ও বিআরটিসির ১টি বাস। প্রত্যেক বাসে ১০ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়া ২৫০ টাকা হলেও প্রতিটি বাসের যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক ৪০০ থেকে ৫০০ টাকা আদায় করা হয়েছে। এছাড়াও অধিকাংশ বাসেই ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করা হচ্ছিল এসব বাসে।

যাত্রী হয়রানি বন্ধে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই সময় সংবাদকে বলেন, ‘ঢাকা থেকে ঘরমুখো মানুষের কাছে দ্বিগুন পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫টি পরিবহনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সাধ্যমতো সচেষ্ট আছি। 

ইএফ

Link copied!