Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

পাসপোর্ট জমা নেবে সৌদি দূতাবাস

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৬, ২০২২, ০৭:১৯ পিএম


পাসপোর্ট জমা নেবে সৌদি দূতাবাস

শাপলা সেন্টার নামে কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে পাসপোর্ট জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়নি বলে জানিয়েছে ঢাকার সৌদি দূতাবাস। দূতাবাস জানিয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ঢাকার সৌদি দূতাবাস পাসপোর্ট জমা নেবে।

রোববার (১৬ অক্টোবর) ঢাকার সৌদি দূতাবাস এ তথ্য জানিয়েছে।

এর আগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) পক্ষ থেকে শনিবার (১৫ অক্টোবর) দাবি করা হয়, সৌদিগামী কর্মীদের পাসপোর্ট জমা ও ভিসা স্ট্যাম্পিংয়ের দায়িত্ব সৌদি দূতাবাস সম্প্রতি ‘শাপলা সেন্টার’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে।

সৌদি আরব মিশনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রোববার (১৬ অক্টোবর) থেকে তাদের দূতাবাসে পাসপোর্ট জমা না দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশি জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা।

টিএইচ

Link copied!