Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

রাজধানীর বিভিন্ন এলাকায় ৭ দিন আংশিক লোডশেডিং থাকবে

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৫, ২০২৩, ১২:২৯ পিএম


রাজধানীর বিভিন্ন এলাকায় ৭ দিন আংশিক লোডশেডিং থাকবে

রাজধানী ও তার আশপাশের এলাকার বিভিন্ন জায়গায় আগামী সাতদিন আংশিক লোডশেডিং বিরাজ করবে। উন্নয়ন কাজে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

আজ শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিডে উন্নয়ন কাজের জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ডিপিডিসি) এবং ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিঃ (ডেসকো) এর আওতাধীন কিছু কিছু এলাকায় আগামী ৭ দিন আংশিক বিদ্যুৎ ঘাটতি থাকবে৷

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি) -এর রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ আগামী ১৬ জুলাই ২০২৩, সকাল ৭ ঘটিকা হতে ২২ জুলাই ২০২৩ খ্রিঃ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত চলবে।

এতে ডিপিডিসি ও ডেসকো এর আওতাধীন কিছু কিছু এলাকায় আগামী ৭ দিন আংশিক বিদ্যুৎ ব্যাহতি হতে পারে। 
জাতীয় গ্রিডের উন্নয়নমুলক কাজের স্বার্থে সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ  আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

এইচআর

Link copied!