Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

গরমে সুপেয় পানি নিয়ে সাধারণ মানুষের পাশে ভাটারা থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৩, ২০২৪, ০৫:৪৯ পিএম


গরমে সুপেয় পানি নিয়ে সাধারণ মানুষের পাশে ভাটারা থানা পুলিশ

তীব্র তাপদাহে পথচারী, রিকশাচালক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছে ভাটারা থানা পুলিশ৷ এর আগে গরমে পথচারীদের কথা মাথায় রেখে এ উদ্যোগ নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)৷

রোববার রাজধানীর ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন৷

সরেজমিনে দেখা যায়, ভাটারা থানার প্রধান ফটকের সামনেই স্থাপন করা হয়েছে অস্থায়ী ‘ওয়াটার বুথ’৷ এ বুথ থেকেই পথচারী, রিকশাচালক, শিক্ষার্থী ও শ্রমিকসহ সকল পেশার মানুষ বিনামূল্যে সুপেয় পানি পান করতে পারছেন৷ প্রয়োজনে দেওয়া হচ্ছে ওরাল স্যালাইনও৷ এ বুথেও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন ভাটারা থানার পুলিশ সদস্যরা৷

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ডিএমপি কমিশনারের নির্দেশক্রমে ভাটারা থানা এলাকায় পথচারী, অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে। এই প্রতিকূল আবহাওয়া ও প্রচণ্ড তাপদাহ থেকে সাধারণ মানুষের কষ্ট নিবারণ করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিশুদ্ধ পানি সাধারণত পুলিশ সদস্যদের মাঝে বিতরণ করা হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় পথচারী ও অন্যান্যদের মধ্যে সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়। তাপদাহ যতদিন চলবে আমরাও আমাদের কার্যক্রম চালিয়ে যাবো। আমাদের একটা ছোট ইনিশিয়েটিভ একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বড় ভূমিকা রাখবে৷

এর আগে গত শুক্রবার ডিএমপিতে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য ছাতা, ঠান্ডা পানি, স্যালাইনসহ বিভিন্ন সামগ্রী দেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি সাধারণ নগরবাসীর সেবায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান। এরপরই ঠান্ডা পানির বোতল, ভ্রাম্যমাণ পানির ট্যাংক স্থাপন ও লেবুর শরবতসহ খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়ান থানা পুলিশ সদস্যরা।

ইএইচ

Link copied!