Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

নেত্রকোনায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা প্রতিনিধি

মে ২৩, ২০২২, ১০:৪৮ এএম


নেত্রকোনায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজনের মৃত্যু

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৭ জনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ মে) ভোরে ওই সড়কের নেত্রকোনা সদর উপজেলাধীন চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসচালক সবুজ মিয়া ও বাসের সুপারভাইজার সুহেল মিয়া।
তিনি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার কালাচান মিয়ার ছেলে। 

আহতদের মধ্যে ১৭ জনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুই জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

 পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ওই সড়কের চল্লিশা এলাকায় নেত্রকোনা থেকে ঢাকাগামী ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। শাহ পরান নামের ওই বাসটি চট্রগ্রামের হাটহাজারী থেকে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা সদরে আসছিল। 

বাসচালক ঘটনাস্থলেই মারা যান। আর সুপারভাইজারকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তাদের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে রাখা আছে।

নেত্রকোনা মডেল থানার এস আই জহুরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আমারসংবাদ/এআই

Link copied!