Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পাচ্ছেন ফজলে করিম চৌধুরী

রাউজান প্রতিনিধি 

রাউজান প্রতিনিধি 

মে ২৪, ২০২২, ০৪:৫১ পিএম


বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পাচ্ছেন ফজলে করিম চৌধুরী

বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার অর্জনের মধ্য দিয়ে পঞ্চম বারের মতো জাতীয় পুরস্কার পেতে যাচ্ছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।

বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২০ এর জন্য সাত ব্যক্তি ও ১৬ টি প্রতিষ্ঠানকে চুড়ান্তভাবে মনোনীত করেছে সরকার।

বিষয়টি নিশ্চিত করেছেন ১২নং উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। তরুণ আওয়ামী লীগ নেতা রাউজানের সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরীর ফেসবুক পেইজ থেকে জানা যায়, ইতোপূর্বে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখায় ২০১৩ সালে তিনি প্রথম জাতীয় পুরস্কার হিসেবে পরিবেশ পদক অর্জন করেন। 

কৃষিখাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৭ সালে দ্বিতীয় বারের মতো বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক লাভ করেন। রাউজান উপজেলায় ১ ঘন্টায় ৪ লক্ষ ৮৭ হাজার ৫৪০ টি গাছের চারা রোপণ করায় ২০১৮ সালে তৃতীয় বারের মতো বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার অর্জন করেন। 

মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চতুর্থ বারের মতো ২০২১ সালে জাতীয় মৎস্য পদকে ভূষিত হয়েছিলেন তিনি। এবার ২০২২ সালে পঞ্চম বারের মতো বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার পাচ্ছেন তিনি।

এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি কে আবারো জাতীয় পুরস্কারের জন্য মনোনীত করায় সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন তাকে অভিনন্দন জানান। 
 

Link copied!