Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ফটিকছড়িতে সরকারি অফিসের কম্পিউটার চুরি থামছেই না

ওমর ফয়সাল, ফটিকছড়ি (চট্টগ্রাম)

ওমর ফয়সাল, ফটিকছড়ি (চট্টগ্রাম)

মে ২৪, ২০২২, ০৮:২৯ পিএম


ফটিকছড়িতে সরকারি অফিসের কম্পিউটার চুরি থামছেই না

ফটিকছড়িতে সরকারি অফিসের কম্পিউটার চুরি থামছে না। একের পর এক সরকারি অফিসের কম্পিউটার চুরির ঘটনা ঘটে চলেছে।

গত এক মাসের মধ্যে ফটিকছড়ির জজ আদালতের কম্পিউটার চুরি ও পাইন্দং ইউনিয়ন পরিষদের কম্পিউটারের হার্টডিক্স চুরির পর এবার চোরের দল হানা দিয়েছে নাজিরহাট পৌরসভায়। 

পৌর কার্যালয়ের প্রকৌশলীর কক্ষে প্রবেশ করে অফিসে ব্যবহৃত দুইটি কম্পিউটারের হার্টডিস্ক নিয়ে গেছে চোরেরা। 

সোমবার (২৩ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর কার্যালয়ের প্রকৌশলীর কক্ষে ছাউনির টিন ও সিলিং খোলা। তছনছ হয়ে আছে অফিসের কাগজপত্র। এলোমেলো ও ভাঙা অবস্থায় পড়ে আছে ল্যাপটপ, কম্পিউটারের মনিটর সহ অন্যান্য ফাইলপত্র।

এ বিষয়ে পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র- ২ আবুল মনসুর বলেন, প্রতিদিনের মত সকালে অফিস খুলে আয়া ঝাড়ু দিচ্ছিল। এসময় উপরে থাকাতেই কয়েকটি টিন খোলা দেখতে পায়। সাথে সাথে বিষয়টি সচিবকে জানানো হয়।

পরে পুলিশ এসে চুরি হয়ে যাওয়া সামগ্রীর একটি তালিকা করে নিয়ে গেছে। মেয়র মহোদয় বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি আসার পর আইনীভাবে অগ্রসর হবাে।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল রহস্যজনক ভাবে ফটিকছড়ির জজ আদালতের বিচারকের কক্ষ থেকে কম্পিউটার চুরি এবং ১৬ মে রাতে জানালার গ্রীল কেটে পাইন্দং ইউনিয়ন পরিষদের কম্পিউটারের হার্টডিক্স চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ নাজিরহাট পৌরসভায় কম্পিউটার চুরির ঘটনা ঘটলো।

আমারসংবাদ/এআই 

Link copied!