Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪,

ফেঞ্চুগঞ্জে পানিবন্দি ৩০ হাজার মানুষ

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি

জুন ১৯, ২০২২, ০২:২৭ পিএম


ফেঞ্চুগঞ্জে পানিবন্দি ৩০ হাজার মানুষ

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীর পানি হু হু করে বেড়েই চলেছে। 

প্লাবিত হচ্ছে উপজেলার নিম্নাঞ্চল। বাসাবাড়ি, দোকানপাট, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান-সবখানেই পানি। কোথাও হাঁটুপানি, কোথাও কোমর অথবা বুকসমান পানি। এছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে বিভিন্ন গ্রামীণ সড়ক। 

ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী ভেলকোনা, সুলতানপুর, সুড়িকান্দি, সাইলকান্দি, গয়াসী, পিঠাইটিকর, ছত্তিশ, বারোহাল, বাঘমারা, জেটিঘাট, পূর্ব যুধিষ্ঠিপুর, চানপুর গ্রামের হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। 

এদিকে পূর্ব বাজার, মধ্য বাজার, পোস্ট অফিস সড়ক, থানার রোড পয়েন্টের বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে গেছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যার কারণে উপজেলার অর্ধশতাধিক গ্রামের ৩০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় বসবাস করছে। পরিস্থিতি মোকাবিলা করতে উপজেলায় ১৪টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। 

এদিকে এবারের বন্যায় পুরো ফেঞ্চুগঞ্জের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ সরবরাহকারী দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র বন্ধের উপক্রম হয়েছে।

মাইজগাঁও গ্রিড উপকেন্দ্র সূত্রে জানা যায়, পুরো ফেঞ্চুগঞ্জের বিদ্যুৎ সরবরাহ করা হয় মাইজগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে। এই গ্রিড উপকেন্দ্রের সুইচ ইয়ার্ডে (কন্ট্রোলরুমের বাইরের অংশ) বন্যার পানি প্রবেশ করায় বিদ্যুৎ উপকেন্দ্রটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এরফলে পুরো ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। গতকাল শনিবার রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। 

আমারসংবাদ/এআই
 

Link copied!